কালার ইনসাইড

সবাই ভেবেছিলো আমি হয়তো মরে গেছি: বাপ্পি


প্রকাশ: 30/03/2022


Thumbnail

রুপালি পর্দায় দর্শক একটি পরিপূর্ণ ছায়াছবি দেখতে পান। কিন্তু একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পেছনে অসংখ্য ঘটনা বা গল্প থাকে। অনেক সময় দুর্ঘটনাও ঘটে। এসব গল্প দর্শকদের কান পর্যন্ত পৌঁছায় না। শুটিংয়ের আড়ালে এসব অজানা ঘটনা নিয়েই বাংলা ইনসাইডারের আজকের আয়োজন ‘চলচ্চিত্রের বিহাইন্ড দ্য সিন’।  

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়ক বাপ্পি চৌধুরী। অন্যদিকে মডেল, উপস্থাপিকা ও নবাগত নায়িকা জাহারা মিতু। এই দুই পাত্র-পাত্রী জুটি বেঁধে কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রে। সম্প্রতি এই জুটি শুটিং শুরু করেছেন ‘শত্রু’ সিনেমার। সুমন ধর পরিচালিত এই ছবির শুটিং করতে গিয়েই ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাও আবার নায়িকার সাথে। ছবির একটি সিকুয়েন্স ভিলেনের হাতে থাপ্পড় খেতে হয়েছিলো নায়িকার। আর সেই থাপ্পড় খেয়ে মেজাজ হারালেন নায়িকা।  

আর এই অবস্থায় চিত্রনায়ক বাপ্পিসহ ইউনিটের কেউ কেউ মাথায় হাত বুলিয়ে মিতুকে বোঝানোর চেষ্টা করেছেন। শুটিং সেটে কী এমন হলো, যে খল অভিনয়শিল্পী সীমান্ত দুঃখ প্রকাশ করছেন? এ বিষয়ে বাপ্পি বলেন, শুটিং করতে গিয়ে নায়িকার গালে কষে থাপ্পড় মেরেছে সীমান্ত। শুটিংয়ের প্রয়োজনে হলেও থাপ্পড়টি মিতুর গালে লেগে যায়। তাৎক্ষণিকভাবে তার গাল লাল হয়ে যায়। যে কারণে ক্যামেরা বন্ধ রেখে সবাই তাকে শান্ত করার চেষ্টা করছিলেন।

এ ঘটনায় মিতু কিছুটা মেজাজ হারান। এদিকে কীভাবে এই ধরনের শট দিতে হয়, তা সীমান্তকে শিখিয়ে দিচ্ছেন নায়ক বাপ্পি চৌধুরী। এ সময় সীমান্ত বলেন, আমি কারাতে করা শিল্পী। এসব কন্ট্রোল করতে পারি। কিন্তু আজ আমার পায়ের নিচের কার্পেট সরে যাওয়ায় থাপ্পড়টা গালে লেগে যায়। বিষয়টি নিয়ে আমি খুবই বিব্রত।

সীমান্তর কথার রেষ ধরেই বাপ্পি তার অতীত অভিজ্ঞতার কথা জানান। বাপ্পি বলেন, ২০১৩ সালে আমার ‘জটিল প্রেম’ সিনেমার শুটিং করার সময় মিশা ভাই আমার মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে রক্ত বেরিয়ে যায়। আবার একই বছর ‘প্রেম প্রেম পাগলামি’ সিনেমার শুটিং সেটেও একটি ঘটনা ঘটেছিল। দৃশ্যটি ছিল, ক্রেনে বসে মিশা ভাইকে হিট করতে হবে। দৃশ্যের শট দিতে গিয়ে মিশা ভাইয়ের বুকে লেগে যায়। আসলে শুটিংয়ের সময় এমন ঘটনা অনেক ঘটে। 

এদিকে স্মৃতিচারণ করতে গিয়ে বাপ্পি বলেন, ‘জটিল প্রেম’ সিনেমা করতে গিয়ে আমার একটি শট ছিলো যেখানে আমি রেল লাইনের ব্রিজে ঝুলে থাকি আর আমার উপর দিয়ে ট্রেন যায়। প্লেন অনুযায়ী শট নেয়া হলো। কিন্তু যখন আমার উপর দিয়ে ট্রেন যাচ্ছিলো আমি জাস্ট চোখ বন্ধ করেছিলাম। মনে হচ্ছিলো এই বুঝি আমি শেষ। আর চোখে ভাসছিলো আমার পরিবারের সদস্যদের ছবি। শট চলাকীলন ইউনিটের সবাই ভেবেছিলেন আমি হয়তো মরে গেছি। 

সুমন ধর পরিচালিত ‘শত্রু’ সিনেমার শুটিং সেটে এমন ঘটনা ঘটে। এতে বাপ্পির বিপরীতে অভিনয় করছেন জাহারা মিতু। গত ১৫ মার্চ থেকে ‘শত্রু’ সিনেমার শুটিং শুরু হয়েছে। আগামী ১০ এপ্রিল পর্যন্ত এর দৃশ্যধারণ চলবে। এতে বাপ্পিকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে আর রাফ অ্যান্ড টাফ ঘরানার এক মেয়ের চরিত্রে দেখা যাবে মিতুকে। 

গত ১৫ মার্চ থেকে ‘শত্রু’ সিনেমার শুটিং শুরু হয়েছে। আগামী ১০ এপ্রিল পর্যন্ত এর দৃশ্যধারণ চলবে। এতে বাপ্পিকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে আর রাফ অ্যান্ড টাফ ঘরানার এক মেয়ের চরিত্রে দেখা যাবে মিতুকে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭