ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেন একটি সন্ধিক্ষণে আছে


প্রকাশ: 31/03/2022


Thumbnail

রাশিয়ার সাথে ইউক্রেনের চলমান শান্তি আলোচনা নিয়ে আশার আলো দেখা গেলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আচরণ নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করে বলেছেন, তার দেশ বর্তমানে একটি সন্ধিক্ষণে রয়েছে। আর রাশিয়ান সেনাবাহিনীর হামলা কমানোর মানে হচ্ছে পূর্বাঞ্চলীয় ব্রেকওয়ে অঞ্চল ডোনবাসে ’নতুন হামলার’ পূর্বপ্রস্তুতি মাত্র। 

এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেন, “কিয়েভ থেকে রুশ বাহিনীর ‘তথাকথিত প্রত্যাহার’ আমাদের প্রতিরোধ বাহিনীর কাজের ফল।”

জেলেনস্কি, “আমরা কাউকে বিশ্বাস করি না। একটি সুন্দর শব্দও নয়। যুদ্ধক্ষেত্রে একটি বাস্তব পরিস্থিতি রয়েছে এবং এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিছুই ছেড়ে দিব না।”

তিনি আরও বলেন, “যখন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা চলছে, আপাতত ‘এগুলি কেবল আলাপ-আলোচনা মাত্র, এখনও কোনও কিছুই নির্দিষ্ট নয়’।”

জেলেনস্কি আরও বলেন, যুদ্ধবিমান ও কামানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে অস্ত্র চাওয়ার অধিকার ইউক্রেনের রয়েছে।

তিনি বলেন, “স্বাধীনতা অবশ্যই সশস্ত্র হতে হবে এবং নিপীড়কও হতে হবে।”


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭