টেক ইনসাইড

চমকে উঠার মত নতুন ফিচার নিয়ে আসছে মেসেঞ্জার


প্রকাশ: 31/03/2022


Thumbnail

মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য চমকে উঠার মত নতুন ফিচার নিয়ে আসছে। এরফলে ব্যবহারকারীদের টাকা পাঠাতে এবং টাকা সংগ্রহ করতে বেশ সুবিধা হবে।

ফেসবুক এক ব্লগ পোস্টে জানিয়েছে,‌‌‘আমরা খুবই আনন্দিত। কারণ মেসেঞ্জারে আমরা বিশেষ একটি শর্টকাট চালু করতে যাচ্ছি। নতুন এই কম্যান্ড সিস্টেমের মাধ্যমে আমরা সবাইকে নতুন এক অভিজ্ঞতা দিতে যাচ্ছি। একইসঙ্গে ব্যবহারকারীরা ওই ফিচার ব্যবহার করে বেশ আনন্দ পাবেন।’

এছাড়াও ওই পোস্টে ফেসবুক জানিয়েছে, ‘নতুন ফিচারের মাধ্যমে মেসেঞ্জারে লাঞ্চ, ডিনার বা যেকোনো খরচের বিলের টাকা অন্য ব্যক্তির কাছে পাঠাতে পারবেন।’

নতুন এই ফিচারটি খুব তাড়াতাড়ি চালু করা হবে। এর আগেই স্প্লিট পেমেন্ট ফিচার চালু করা হয়েছে মেসেঞ্জারে। এর ফলে নির্দিষ্ট কোনো বিলের খরচ বিভিন্ন জনের মধ্যে ভাগ করে নেওয়া যাবে।

জানা গেছে, ফেসবুক দ্রুতই এই ফিচারটি উন্মুক্ত করতে চলেছে।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে ফেসবুক কনজুমার প্রোডাক্ট হেড মেরন কোলবেকি জানিয়েছেন, ‘আমরা ফেসবুককে এমন একটি প্রডাক্টে পরিণত করতে চলেছি যার মাধ্যমে ফেসবুক থেকে না বেরিয়েই সব কাজ করা যাবে।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭