ওয়ার্ল্ড ইনসাইড

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে কারফিউ জারি


প্রকাশ: 01/04/2022


Thumbnail

অর্থনৈতিক সংকট নিয়ে অচলাবস্থার জেরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে দেশটির প্রেসিডেন্টের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টাসহ সহিংসতার পর কারফিউ জারি করা হয়েছে।

শ্রীলঙ্কায় চরম আকার ধারণ করেছে অর্থনৈতিক সংকট। তেল, গ্যাস, ঔষধ, সার সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যর ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে দেশটিতে। এইসব কিছুর মূল কারণ দেশটির রিজার্ভে একদম শূন্যর কোঠায়। এই নিয়ে দেশটিতে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ সহিংসতা। লঙ্কান সরকার এই পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করছে- তার বিরুদ্ধেও সহিংস বিক্ষোভ দেখা যাচ্ছে। যার জেরে বিক্ষুব্ধ জনতা হামলা করে দেশটির প্রেসিডেন্ট ভবনে। 

জানা গেছে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষের বাসভবনের বাইরে চলতে থাকা বিক্ষোভ সহিংসতায় রূপ নেওয়ার পরে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গোতাবায়ার বাসভবনের দিকে যাওয়ার রাস্তায় একটি বাসে আগুন লাগানোর আগে বিক্ষোভকারীরা, একটি পাঁচিল ভেঙে দেয় এবং পুলিশের দিকে ইট ছোঁড়ে। বিক্ষোভকারীরা এসময় শ্রীলঙ্কার সেনাবাহিনীর একটি বাস ও একটি জিপে আগুন লাগিয়ে দেয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭