ওয়ার্ল্ড ইনসাইড

রুবলে গ্যাস কিনতে রাজি ইউরোপের যে দেশ


প্রকাশ: 07/04/2022


Thumbnail

ইউক্রেনে চলমান রাশিয়ার অভিযানে ইউরোপের অন্যান্য দেশগুলো সবচেয়ে বেশি বিপদে রয়েছে রাশিয়ার তেল ও গ্যাস নিয়ে। তবে ইউক্রেন অভিযানে দেশটির প্রতি ইউরোপ ও আমেরিকার একের পর এক নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া তার তেল-গ্যাস ক্রয়ে মিত্র নয় এমন দেশকে ডলারের পরিবর্তে রুবলে ক্রয়ের ডিক্রি জারি করে। তবে ইউরোপের কোন দেশই এই নির্দেশ মানতে ইচ্ছুক না হলেও রাশিয়া থেকে রুবলে গ্যাস কিনতে রাজি হয়েছে হাঙ্গেরি। 

যেখানে পশ্চিমা দেশগুলো সরাসরি রাশিয়ার দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ইউরোপীয় ইউনিয়ন তো রীতিমতো জোট গঠন করার চেষ্টা করেছে। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ‘রুবলে গ্যাস কিনতে আমরা কোনো সমস্যা দেখি না। রাশিয়া যদি বলে আমরা রুবলেই দাম পরিশোধ করবো।’ 

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সম্প্রতি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই প্রকাশ্যে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সমালোচনা করেছেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭