ওয়ার্ল্ড ইনসাইড

রেকর্ড পরিমাণ দরপতনে পাকিস্তানি রুপি


প্রকাশ: 08/04/2022


Thumbnail

অর্থনৈতিকভাবে এমনিতেই দোদুল্যমান পাকিস্তানের অবস্থার সাথে নতুন করে যুক্ত হয়েছে অস্থির রাজনৈতিক পরিবেশ। আর এতেই ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রা রুপির রেকর্ড দরপতন ঘটেছে। 

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মূল্য দাঁড়িয়েছে ১৯১ রুপি।

কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, কয়েক মাস ধরেই পাকিস্তানি রুপির দরপতন হচ্ছিল। এ অবস্থা আরও গতি পায় গত মার্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে বিরোধী দল অনাস্থা প্রস্তাব আনলে।  

ডলারের বিপরীতে গত এক মাসে রুপি দর হারিয়েছে ৬ শতাংশ। আর ২০২১ সালের জুলাই থেকে রুপির ১৮ শতাংশ দরপতন হয়েছে। বৃহস্পতিবার খোলাবাজারে প্রতি ডলারের মূল্য ছিল ১৯১ রুপি। অপর দিকে আন্তব্যাংকিং বিনিময় হার ছিল ১৮৯ রুপি।

এদিকে পাকিস্তানের রিজার্ভ ১ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার থেকে কমে বর্তমানে ১ হাজার ২০০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭