ইনসাইড এডুকেশন

এসএসসি ও দাখিলের ফরম পূরণ ১৩ এপ্রিল


প্রকাশ: 11/04/2022


Thumbnail

আগামী বুধবার (১৩ এপ্রিল) ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। কার্যক্রম চলবে  ২৪ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা ফি জমা দিতে পারবেন।

রোববার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ফরম পূরণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এক হাজার ৬১৫ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এক হাজার ৪৯৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। দু-একদিনের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ও সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সম্ভাব্য তালিকা থেকে বিলম্ব ফি ছাড়া আগামী ১৩-২৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। তবে বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার সময় শেষ হবে ২৫ এপ্রিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে চাওয়া জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০২১ সালে অনুত্তীর্ণদের নিজ প্রতিষ্ঠান প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭