ইনসাইড বাংলাদেশ

মেঘনা তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন


প্রকাশ: 11/04/2022


Thumbnail

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষায় জিও ব্যাগ ডাম্পিংসহ বাঁধ নির্মাণ কাজ বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের লুধুয়া বাজারে নদী ভাঙা অসহায় মানুষের ব্যানারে এ আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম মাস্টার, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজ হাওলাদার, জাহাঙ্গীর তালুকদার প্রমুখ। এ সময় ৩ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গল জুন মাসে একনেকের সভায় রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের জন্য প্রায় ৩১শ’ কোটি টাকার প্রকল্পের অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে টেন্ডারের মাধ্যমে গত ৯ জানুয়ারি কমলনগরের সাহেবের হাট ইউনিয়নের মেঘনা নদী এলাকায় নির্মাণ কাজের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক। কিন্তু উদ্বোধনী দিন ছাড়া এখানে দৃশ্যমান কোন কাজই হয়নি বলে দাবী করেন স্থানীয়রা। শুষ্ক মৌসুমে নদী ভাঙন অব্যাহত ছিল। সামনে বর্ষা মৌসুম আসছে। লাখো মানুষ এখন ভাঙ্গন আতঙ্কে রয়েছে জানিয়ে নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন দাবী জানান বক্তারা। 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, ঠিকাদার যেখান থেকে বালু আনতো সেটি বন্ধ থাকায় সাময়িক কাজ বন্ধ আছে।, আশা করা যাচ্ছে আগামী ২ সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে বলে জানান তিনি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭