ওয়ার্ল্ড ইনসাইড

করোনাকেই দোষী করছেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী!


প্রকাশ: 11/04/2022


Thumbnail

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেওয়া লকাউনের ফলে বিদেশি মুদ্রার রিজার্ভ শেষ হয়ে গেছে জানিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ‘মহামারীর পর থেকেই আমরা এই সঙ্কটে পড়েছি। দেশের অর্থনীতি নিম্নমুখী হচ্ছে জেনেও আমরা লকডাউন দিয়েছি। যে কারণেই আমাদের বিদেশি মুদ্রার রিজার্ভ ফুরিয়ে গেছে।’

সোমবার (১১ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা বলেছেন তিনি।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধে জয়ের পর (তামিল টাইগারদের বিপক্ষে) ২০১০ সালে আমরা নির্বাচনে জিতেছিলাম। জনগণ সেই কথা ভুলে গেছে। কিন্তু আমার মনে আছে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি আগামীতে কোনও লোডশেডিং থাকবে না। আমরা বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাব করেছিলাম, তবে আগের সরকার তাতে রাজি হয়নি। এই দায় তাদের।’

উল্লেখ্য, জ্বালানি ও খাবার সঙ্কট, মুদ্রাস্ফীতি, লোডশেডিংসহ নানা সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। জরুরি ওষুধের সঙ্কটও দেশটিতে প্রকট আকার ধারণ করেছে। ১৯৪৮ সালের পর এমন দুরবস্থায় পড়েনি লঙ্কানরা।

সূত্র: এনডিটিভি


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭