ওয়ার্ল্ড ইনসাইড

শ্রীলঙ্কায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব জোট শরিকদের


প্রকাশ: 12/04/2022


Thumbnail

দেশজুড়ে চলমান অশান্তি ও বিক্ষোভের মুখে জাতীয় ঐক্যের প্রশাসন গড়ার আহ্বান জানিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষে। প্রেসিডেন্টের আহ্বানের সাত দিনের মধ্যে জোট শরিকের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার গঠনের নতুন প্রস্তাব সামনে এলো। 

শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোটের শরিক দলের এক সদস্য অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দিয়ে জানান, ক্ষমতাসীন জোটের অন্তত তিন সদস্য অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে রয়েছে। 

সোমবার (১১ এপ্রিল) ক্ষমতাসীন সরকারের জোট শরিক জাতিকা হেলা উরুমায়া পার্টির প্রধান উদয়া গামানপিলা বলেছেন, ‘আমাদের প্রস্তাব হলো, সব দলের অংশগ্রহণে একটি কমিটি তৈরি করা। ওই কমিটি একজন নতুন প্রধানমন্ত্রী ও অল্পসংখ্যক মন্ত্রী নিয়োগে কার্যকর ভূমিকা রাখবে। 

প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষের বড় ভাই মাহিন্দা রাজপক্ষে বর্তমানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। উদয়া গামানপিলা বলেন, ‘আমরা পরবর্তী সাধারণ নির্বাচনের আগেই এই কমিটি করতে চাই। আমরা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা দেখতে চাই।’

এদিকে গত রোববার তামিল ন্যাশনাল অ্যালায়েন্স (টিএনএ) জানায়, প্রেসিডেন্ট রাজপক্ষকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্টে বিরোধী সদস্যরা অনাস্থা প্রস্তাব আনলে তাতে দলটি সমর্থন দেবে।

শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা (এসএলপিপি) দলের নেতা গোতাবায়া রাজাপক্ষে। ২০১৯ সালে গোতাবায়া বিপুল ভোটে জয়ী হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাঁর দল। নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সংবিধান সংশোধনও করেন গোতাবায়া। তিনি এসজেবি ও টিএনএর সঙ্গে মিলে জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন। ২২৫ সদস্যের পার্লামেন্টে এ দল দুটির ৬৪ জন সদস্য রয়েছেন। গোতাবায়া সরকারের সমর্থনে ছিলেন জোটের ১৫০ জনের বেশি সদস্য। কিন্তু ইতিমধ্যে ক্ষমতাসীন এসএলপিপি জোট থেকে ৪২ জন আইনপ্রণেতা নিজেদের সমর্থন তুলে নিয়েছেন।

১৯ এপ্রিলের আগে শ্রীলঙ্কায় পার্লামেন্ট বসছে না। পার্লামেন্ট বসার পরে বিরোধীরা গোতাবায়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তুলতে পারেন। সংকট নিরসনে রাজপথে বিক্ষোভ করছেন শ্রীলঙ্কার হাজারো মানুষ।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭