ইনসাইড বাংলাদেশ

শিল্প-কারখানায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ


প্রকাশ: 12/04/2022


Thumbnail

রমজান মাসে ঘাটতি সামলাতে এবার শিল্প কারখানায় দিনে চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে আগামী ১৫ দিন বিকেল ৫ থেকে রাত ৯ পর্যন্ত শিল্পকারখানায় গ্যাস সরাবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলা থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন মোট চার ঘণ্টা সব শিল্প শ্রেণির গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম বিষয়টি নিয়মিত মনিটরিং করবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে পেট্রোবাংলা।

এর আগে, রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত সিএনজি স্টেশনে ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত দেয় প্রতিষ্ঠানটি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭