ওয়ার্ল্ড ইনসাইড

পুতিন-লুকাশেঙ্কো বৈঠক


প্রকাশ: 12/04/2022


Thumbnail

ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থার বিষয় নিয়ে আলোচনা করতে চীনের সীমান্তবর্তী শহরে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠকে বসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলো কয়েকশত নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেই সাথে রাশিয়াকে সহযোগিতার কারণে বেলারুশের উপরও ঝুলছে নানা নিষেধাজ্ঞা। সেই সব নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে কী করা যায় পুতিন-লুকাশেঙ্কোর বৈঠকে মূলত সে বিষয়েই আলোচনা হবে।  

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান শুরু করে রাশিয়া। সরাসরি রাশিয়ার সাথে বেলারুশ এই অভিযানে অংশ নেয়নি। তবে শুরু থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে থেকেছেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭