ইনসাইড বাংলাদেশ

রাজধানীতে যেসব সড়ক বন্ধ থাকবে আজ


প্রকাশ: 14/04/2022


Thumbnail

পহেলা বৈশাখের অনুষ্ঠান উপলক্ষে রমনা পার্ক, সোহরাওয়ার্দী ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এদিন বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রাখা হবে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, চারুকলা ইনস্টিটিউট, ঢাবি ক্যাম্পাস, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্টসহ আশেপাশের এলাকায় জনসমাগমকে কেন্দ্র করে, সুষ্ঠু যানবাহন চলাচলের লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য কিছু সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। সেসব যানবাহনকে বিকল্প রুটে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

যেসব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে

১. বাংলামটর-হোটেল ইন্টারকন্টিনেন্টাল-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর।
২. হোটেল ইন্টারকন্টিনেন্টাল-কাকরাইল-মৎস্য ভবন-কদম ফোয়ারা
৩. মৎস্য ভবন-শাহবাগ- কাঁটাবন
৪. পলাশী-শহীদ মিনার-দোয়েল চত্বর-হাইকোর্ট ক্রসিং
৫. বকশী বাজার-শহীদ মিনার-টিএসসি
৬. শহীদুল্লাহ হল ক্রসিং-দোয়েল চত্বর
৭. নীলক্ষেত-টিএসসি

যান চলাচলে বিকল্প রুট

১. মিরপুর রোড-সায়েন্স ল্যাবরেটরি-নিউমার্কেট-আজিমপুর-বকশীবাজার-চাঁনখারপুল-গুলিস্তান
২. রাসেল স্কয়ার-সোনারগাঁও-রেইনবো-মগবাজার-মালিবাগ-রাজমনি-ইউবিএল-গুলিস্তান
৩. মহাখালী-সাতরাস্তা-মগবাজার-রাজমনি-ইউবিএল-গুলিস্তান
৪. ফার্মগেট-সোনারগাঁও-বাংলামটর-মগবাজার-মৌচাক-মালিবাগ-খিলগাঁও
৫. ফার্মগেট-সোনারগাঁও-বাংলা মটর-মগবাজার-কাকরাইল চার্চ-রাজমনি-নাইটেংগেল-পল্টন-মতিঝিল
৬. কাঁটাবন-হাতিরপুল-বাংলামটর-সোনারগাঁও-ফার্মগেট
৭. কাঁটাবন-হাতিরপুল-বাংলামটর-মগবাজার-কাকরাইল-রাজমনি- ক্রসিং-গুলিস্তান-মতিঝিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭