ইনসাইড টক

‘পহেলা বৈশাখের উৎসব দিয়েই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে হবে’


প্রকাশ: 14/04/2022


Thumbnail

স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ বলেছেন, প্রতি বছরই আমি আমার নিজ এলাকায় পহেলা বৈশাখ উদযাপন করি। এবারও আমি ভোরে আমার এলাকা ময়মনসিংহে চলে যাব। সেখানে উদযাপন করব। পহেলা বৈশাখ রাজধানী থেকে শুরু করে প্রান্তিক এলাকা পর্যন্ত উদযাপন করা হয়। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই  পহেলা বৈশাখ পালন করে।



পহেলা বৈশাখে নিজস্ব ভাবনা ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অবস্থানসহ নানা বিষয় নিয়ে বাংলা ইনসাইডারের সাথে একান্ত আলাপচারিতায় এ কথা বলেছেন অধ্যাপক ড. এম এ আজিজ। পাঠকদের জন্য অধ্যাপক ড. এম এ আজিজ এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডার এর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান তুহিন।

তিনি বলেন, পহেলা বৈশাখ সবাই যেমন ধারণ করে, মুক্তিযুদ্ধের চেতনায় সবাই যেমন ঐক্য ছিল, একত্রিত ছিল, ঠিক তেমনিভাবে পহেলা বৈশাখ সকল ধর্ম বর্ণের মিলিত উৎসব। সকল ধর্মের মানুষ এই উৎসব পালন করে এবং এই উৎসব দিয়েই আগামী দিনের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়তে হবে, এক হতে হবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭