লিভিং ইনসাইড

আলোর খেলা ঘর জুড়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/02/2017


Thumbnail

ঘর সাজানোর সৌখিনতায় আলোর বেশ জনপ্রিয়তা রয়েছে। বিভিন্ন লাইট, লাইট শেড, ঝাড়বাতি, মোম ইত্যাদি শোভা পায় আমাদের ঘরে। আলোর ক্ষেত্রেও ঘটে তারতম্য। আলোর চলতি ফ্যাশনের কয়েকটি স্টাইল বেশ নজর কাড়ে।

ইলেক্ট্রিসিটির প্রয়োজনে মোমের ব্যবহার কমে গেলেও ঘর সাজাতে মোম বেশ ব্যবহার হচ্ছে। খাবার টেবিলে, সাইড টেবিলে, দেয়ালে ঝুলিয়ে, পানিতে ভাসিয়ে ঘর সাজাতে পারেন। মোমের হালকা আলো সমস্ত পরিবেশকে বেশ শান্ত ও নমনীয় করে তুলবে।

আলোর খেলায় ল্যাম্প হতে পারে আরেকটি অপশন। দোকানে বিভিন্ন ডিজাইনের ল্যাম্প থেকে পছন্দের ল্যাম্পটি বেঁছে নিয়ে তাতে লাগিয়ে নিন মানানসই লাইট। ল্যাম্পটি ঘরের এমন স্থানে রাখুন যাতে পুরো ঘরে এর আলো পৌঁছায়। 

ঝাড়বাতির প্রচলন সেই প্রাচীন আমল থেকে চলে আসছে। ঘরকে রাজকীয় রূপ দিতে এর কোন জুরি নেই। হালকা ও মাঝারি সাইজের ঝাড়বাতি ব্যবহারে বেশ ভাল হবে।

স্থায়ীভাবে আলো দিয়ে ঘর সাজাতে স্পট লাইট বেশ জায়গা করে নিয়েছে আমাদের ঘরে। ছবির উপর, লনে, বসার ঘরে, গাছের উপর এই স্পট লাইট খুব ভাল দেখায়।

আধুনিকতার ছোঁয়ায় লাইট বা মোম স্ট্যান্ড রূপ নিয়েছে বোতল, জার ইত্যাদি আকারে। সেগুলো থেকেও বেঁছে নিতে পারেন আপনার পছন্দের স্ট্যাডটি।

বাংলাইনসাইডার/এমএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭