কালার ইনসাইড

'বাংলাদেশকে ধর্মের মাপকাঠিতে ভিন্ন হতে দেখতে চাইনা'


প্রকাশ: 14/04/2022


Thumbnail

আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪২৯। ১৪২৮ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর। পরপর দুই বছর করোনা মহামারির কারণে বর্ষবরণ অনুষ্ঠান সীমিত কিংবা ঘরোয়া পরিবেশে হলেও এবার নানান আয়োজনের মধ্য দিয়ে বাঙালি বরণ করছে নতুন বছরকে। পিছিয়ে নেই শোবিজ তারকারাও। বাংলা নতুন বছরকে বরণ করছেন নানা ভাবে তাঁরা।

সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়ক বাপ্পি চৌধুরী বাংলা ইনসাইডারকে বলেন, পহেলা বৈশাখ এবার শত্রু টিমের সাথেই কাটবে। তবে আমাদের পারিবারিক ব্যবসায় যেহেতু নারায়ণগন্জ তাই ভোর বেলা উঠেই হয়তো প্রথমে নারায়ণগন্জের অফিসে যাবো। হিন্দু ধর্মালম্বী কর্মচারীদের নিয়ে প্রথমে পূজা দেওয়া হয়, এরপর সবাই মিলে খাওয়া-দাওয়ার আয়েজন থাকে। তবে এবার রোজা হওয়াতে ইফতার করবেন তারা একসাথে। আমি আবার মানিকগন্জে এসে শ্যুটিং এ ঢুকবো। শত্রু টিমের সাথেই ইফতার পর্ব হবে এখানে।

 সম্প্রতি টিপ ও হিজাব নিয়ে বেশ কিছু বিতর্ক উঠেছে। বিষয়টি নিয়ে  হালের এই ব্যস্ত নায়ক বলেন, ইসলাম মানেই শান্তি, সনাতন ধর্ম কখনো ঘৃণা শেখায়নি, বৌদ্ধ ধর্মেতো জীব হত্যাই মহাপাপ, আর যিশু নিজের জীবন বিলিয়ে দিয়েছেন শান্তি বাস্তবায়নে। তাহলে আমরা কেনো শান্ত থাকতে পারছিনা? আমরা কেনো নিজের ধর্মের বার্তা শুনতে পাচ্ছি না? আমরা কেনো এতো আক্রোশ নিয়ে বসে আছি।

বাবা-মায়েদের কাছে অনুরোধ করে বাপ্পি বলেন, সন্তানকে নিজেদের ধর্ম শেখানোর পাশাপাশি, অন্যের ধর্মের প্রতি সহনশীল হতে শেখান। ছোটবেলা থেকেই যদি ভালোবাসার বার্তা পৌঁছে দেন তবে ভবিষ্যৎ হবে সুন্দর। বাংলাদেশকে ধর্মের মাপকাঠিতে ভিন্ন হতে দেখতে চাইনা। বাংলাদেশতো ভালোবাসার দেশ। মানুষগুলোর মন হোক ভালোবাসায় পরিপূর্ণ।

উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে ‘শত্রু’ সিনেমার শুটিং শুরু হয়েছে। এতে বাপ্পিকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে আর রাফ অ্যান্ড টাফ ঘরানার এক মেয়ের চরিত্রে দেখা যাবে মিতুকে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭