কালার ইনসাইড

‘পুরো বিশ্বের মানুষ একটা অস্থির অবস্থায় ছিলাম’


প্রকাশ: 14/04/2022


Thumbnail

আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪২৯। ১৪২৮ সনকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর। পরপর দুই বছর করোনা মহামারির কারণে বর্ষবরণ অনুষ্ঠান সীমিত কিংবা ঘরোয়া পরিবেশে হলেও এবার নানান আয়োজনের মধ্য দিয়ে বাঙালি বরণ করছে নতুন বছরকে। পিছিয়ে নেই শোবিজ তারকারাও। বাংলা নতুন বছরকে বরণ করছেন নানা ভাবে তাঁরা।

সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়ক শিপন মিত্র বাংলা ইনসাইডারকে বলেন, দুই বছর পর নতুন উদ্যমে ফের বাংলা নতুন বর্ষ পালন হচ্ছে। এটি সত্যই স্বপ্নের মতো। পুরো বিশ্বের মানুষ একটা অস্থির অবস্থায় ছিলাম। এখন করোনা পরিস্থিত কিছুটা স্বাভাবিক হয়েছে। পহেলা বৈশাখ নিয়ে আমার তেমন কখনোই তেমন কোন পরিকল্পনা থাকেনা। পরিবার নিয়েই থাকি। হয়তো বিকেলে সব বন্ধুদের সাথে আড্ডা দিবো।


সম্প্রতি টিপ ও হিজাব নিয়ে বেশ কিছু বিতর্ক উঠেছে। বিষয়টি নিয়ে তিনি বলেন, আসলে এই বিষয়টি নিয়ে আমি কিছু বলতে চাই না। কারণ গত কয়েক বছরের বেশ কিছু ঘটনা পর্যবেক্ষণ করলে দেখা যায়, আমরা আসলে যত যাই করি, আমরা যারা শোবিজে কাজ করি তাঁরা প্রতিবাদ করলেও আমাদের নিয়েই কথা হয়। আসলে টিপ, হিজাব পরা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটি তাঁর ব্যক্তিগত স্বাধীনতা। আমার মনে হয়না এই স্বাধীনতা কারো হস্তক্ষেপ উচিত নয়। এইসব নিয়ে বিতর্কে না জড়ানোই ভালো।আমরা যদি আমাদের মানসিকতা পরিবর্তন করি তাহলেই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

উল্লেখ্য, শিপন মিত্র অভিনীত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি ঈদের পর মুক্তি পাওয়ার কথা রয়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭