কালার ইনসাইড

প্রথম দিনে কত আয় করলো ‘কেজিএফ-চ্যাপটার টু’


প্রকাশ: 15/04/2022


Thumbnail

অবশেষে মুক্তি পেয়েছে কন্নড় অভিনেতা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ-চ্যাপটার টু’ বা ‘কেজিএফ-টু’। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে সিনেমাটি। প্রথম দিনের আয়ে ছাড়িয়ে গেছে ‘বাহুবলি’, ‘ট্রিপল আর’-এর মতো সিনেমাগুলোকে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভারতের প্রায় ১০ হাজার সিনেমা হলে মুক্তি পায় ‘কেজিএফ-টু’। এর মধ্যে শুধু হিন্দি ভাষাতে ৪ হাজার ৫০০ পর্দায় প্রদর্শন হয় সিনেমাটি। এছাড়া ভারতের বাহিরেও বেশ কিছু দেশে এটি মুক্তি পেয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের দেওয়া তথ্য অনুসারে, প্রথম দিনে এই সিনেমা ১৩০-১৪০ কোটি রুপি আয় করেছে।

জানা গেছে, হিন্দি বক্স অফিসেই ‘কেজিএফ-টু’ আয় করেছে ৫০ কোটি রুপি। এর আগে সাড়া জাগানো সিনেমা ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ ৪১ কোটি রুপি আয় করেছিল। এছাড়া সম্প্রতি মুক্তি পাওয়া ‘ট্রিপল আর’ সিনেমাও প্রথম দিনে আয় করে প্রায় ২০ কোটি রুপি। এছাড়া যুক্তরাষ্ট্রে সিনেমাটি আয় করেছে ১০ লাখ মার্কিন ডলার। তবে হিন্দি বক্স অফিসে প্রথম দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি ‘কেজিএফ-টু’। রেকর্ডটি এখনো ‘ওয়ার’ সিনেমার দখলে। হৃতিক রোশান ও টাইগার শ্রফ অভিনীত সিনেমাটির প্রথম দিনে আয় ৫৩.৩৫ কোটি রুপি। যদিও বিশ্লেষকদের কেউ কেউ বলছেন ‘ওয়ার’ সিনেমার রেকর্ডও পেছনে ফেলেছে যশ অভিনীত এই সিনেমা। এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’ সিনেমার সিক্যুয়েল ‘কেজিএফ-চ্যাপটার টু’। প্রথম সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— যশ, সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। সিনেমাটি গত বছর অক্টোবরে মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে শুটিং অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। এরপর একাধিকবার মুক্তির তারিখ পেছানো হয়। পরে নির্মাতারা ১৪ এপ্রিল মুক্তির তারিখ নির্ধারণ করেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭