ওয়ার্ল্ড ইনসাইড

বিশ্বে করোনায় দৈনিক সুস্থতার হার ছাড়িয়ে গেলো আক্রান্তের হিসেবকেও


প্রকাশ: 16/04/2022


Thumbnail

বিশ্বে দিন দিন করোনায় রোগী আক্রান্তের পাশাপাশি দ্রুত বৃদ্ধি পাচ্ছে রোগী সুস্থতার হার। করোনা সম্পর্কে সঠিক জ্ঞান এবং টিকা কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় করোনার বিরুদ্ধে মানুষের প্রতিরোধ ব্যবস্থাও হয়েছে শক্তিশালী। আর তাই তো করোনায় শুক্রবার বিশ্বজুড়ে যতসংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন তার চেয়েও ঢের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। 

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে শুক্রবার বিশ্বজুড়ে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯৮ হাজার ৩০০ জন এবং করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ লাখ ৮২ হাজার ১১৩ জন। তাছাড়া এই রোগে মারা গেছেন ২ হাজার ২৩৮ জন। 

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ৩৪ লাখ ৬১ হাজার ১৩৬ জন। এই রোগীদের মধ্যে করোনা মৃদু উপসর্গ বহন করছেন ৪ কোটি ৩৪ লাখ ১৮ হাজার ৩৫৫ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪২ হাজার ৭৮১ জন।

ওয়ার্ল্ডেমিটার্সের তথ্য বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫০ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার ৫৩০ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ২০ হাজার ৩২১ জনের। এছাড়া, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৩ কোটি ২৩ লাখ ১৪ হাজার ১৮৪ জন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭