ওয়ার্ল্ড ইনসাইড

কিয়েভে বিস্ফোরণ, বিমান হামলার আতঙ্কে ইউক্রেন জুড়ে বাজছে সাইরেন


প্রকাশ: 16/04/2022


Thumbnail

কৃষ্ণ সাগরে অবস্থিত রাশিয়ার নৌবাহিনীর ফ্ল্যাগশীপ জাহাজ মস্কোভা ইউক্রেনের মিসাইল হামলার শিকার হয়ে ডুবে যাওয়ার পর ইউক্রেন জুড়ে হামলা আরো জোরদার করেছে রুশ বাহিনী। এর অংশ হিসেবে শুক্রবার ইউক্রেনে একটি অস্ত্র কারখানায় হামলা চালায় রাশিয়া। 

হামলার অংশ হিসেবে শনিবার সকাল থেকেই রাজধানী কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লাভিভেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের ফলে দেশটির বড় শহর রিভনে, ইভানো-ফ্রাঙ্কিভস্ক, ভলিন, খমেলনিটস্কি, ভিনিটসিয়া, জিতোমিরসহ বেশিরভাগ অংশে বিমান হামলার সাইরেন বাজানো হয়।

ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো ও গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি বিমান হামলার বিষয়টি সামাজিক মাধ্যম টেলিগ্রামে নিশ্চিত করেছেন।

ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে লেখেন, শহরের উপকণ্ঠে দারনিটস্কি জেলায় বিস্ফোরণ হয়। তবে এতে হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলেই রয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গভর্নর ম্যাক্সিম কোজিটস্কি বলেন, স্থানীয় সময় পৌনে ৬টা এবং ৭টা ২ মিনিটের মধ্যে একটি বিমান হামলার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। তবে কীসে আঘাত হানা হয়েছে এবং কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে সম্পর্কে কোনও তথ্য দিতে পারেননি তিনি।

তবে বিস্ফোরণের এসব খবর নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি কোনও গণমাধ্যম। 

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার আগ্রাসনে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজারের মতো ইউক্রেনীয় সেনা নিহত ও ১০ হাজারের মতো সেনা আহত হয়েছেন। 

তিনি দাবি করেন, এ সময় ১৯ থেকে ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছে। যদিও মস্কো গত মাসে বলেছিল যে এক হাজার ৩৫১ রুশ সেনা নিহত ও ৩ হাজার ৮২৫ জন আহত হয়েছে।

এদিকে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিয়াপোলে ব্যাপক যুদ্ধ চলছে। ৪ লাখ লোকের শহর মারিয়াপোল বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজারো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শহরটিতে আটকা পড়েছেন বহু মানুষ।

ইউক্রেনকে অস্ত্র ও আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আহ্বান জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি ইউক্রেনে সহায়তা প্রদান অব্যাহত রাখে, সেক্ষেত্রে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় অপ্রত্যাশিত বিপর্যয় নেমে আসবে বলে সতর্কবার্তা দিয়েছে মস্কো।

শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় দৈনিক ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, এই দিন রাজধানী ওয়াশিংটনে রুশ দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে একটি নোট পাঠিয়েছে মস্কো।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররাষ্ট্রসমূহের নিরাপত্তা জোট ন্যাটো কয়েক দফা অস্ত্র ও আর্থিক সহায়তা দিয়েছে ইউক্রেনকে। সর্বশেষ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইউক্রেনকে অতিরিক্ত ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭