ইনসাইড টক

কাজ করতে এসেছি, হারিয়ে যেতে নয়: প্রিয়মনি


প্রকাশ: 16/04/2022


Thumbnail

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রিয়মনি চ্যালেঞ্জিং চরিত্রে কাজের জন্য প্রস্তুত। চলচ্চিত্রের একজন প্রতিষ্ঠিত নায়িকা হিসেবে নিজেকে উপস্থাপন করতে চান তিনি। ক্যারিয়ারে প্রথম ওয়েব ফিল্ম দিয়ে বেশ আলোচনায় উঠে আসেন এই নবাগত নায়িকা। নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপনেও। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে বাংলা ইনসাইডারের সাথে কথা এই নবাগত নায়িকার।



বাংলা ইনসাইডার: রোজার এই সময়টা কাটছে কি কিভাবে?

প্রিয়মনি: রোজার মাসে তেমন কোন শুটিং করছিনা। আসলে ছোট বেলা থেকেই আমি সব রোজা রাখি। বলতে পারেন এটি অভ্যাসের মত এখন হয়ে গেছে।

বাংলা ইনসাইডার: নতুন কি কাজ করা হচ্ছে?

প্রিয়মনি: রোজায় তেমন কোন কাজ করছি না। ঈদের পর নতুন ছবির কাজ শুরু করবো। সেটার জন্য এখন প্রস্তুতি নিচ্ছি।

বাংলা ইনসাইডার: কিছুদিন বেশ অসুস্থ ছিলেন এখন কি অবস্থা?

প্রিয়মনি: বাইক চালাতে গিয়ে মারাত্মক আহত হয়েছিলাম, পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছিলো। পাশাপাশি কোমরসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছিলাম। আল্লাহ্‌র রহমতে সবার দোয়ায় এখন ভালো আছি।

বাংলা ইনসাইডার: বেশকিছু বিজ্ঞাপনেও কাজ করছেন। নতুন কোন বিজ্ঞানে কি আবার দেখা যাবে আপনাকে?

প্রিয়মনি: ইতোমধ্যে বেশ কিছু বিজ্ঞাপনের কথা হয়েছে। তবে সব কিছু মিলিয়ে যেটি ভালো লাগবে সেটি করবো।


বাংলা ইনসাইডার: বড় পর্দায় অনেকেই এসে আবার অল্প সময়েই হারিয়েও যায়। সেক্ষেত্রে আপনি কেমন প্রস্তুতি নিয়েছেন নিজেকে টিকিয়ে রাখতে?  

প্রিয়মনি: কাজ করতে এসেছি, হারিয়ে যেতে নয়। যোগ্যতা থাকলে অবশ্যই কাজ আসবে, হারিয়ে যাওয়ার সুযোগ নেই। হারিয়ে তাঁরাই যায় যারা মানসিক ভাবে দুর্বল।


বাংলা ইনসাইডার: ঈদ নিয়ে পরিকল্পনা কি?

প্রিয়মনি: আসলে প্রায় দুই বছর করোনার কারণে ঘরের মাঝেই ঈদ কেটেছে। সন আনন্দ চার দেয়ালের মাঝেই ছিলো। তবে এবার পরিস্থিতি অনেকটাই ভালো। তাই সেই ছোট্ট বেলার মত করেই ঈদের দিন বাইরে ঘুরবো, আত্মীয়দের বাড়ি যাবো। ইচ্ছে আছে ঈদে পরিবারের সবাইকে আমি নিজ হাতে হাঁসের মাংস রান্না করে খাওয়াবো।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭