ইনসাইড গ্রাউন্ড

বড় ধাক্কাই খেলো বাংলাদেশ


প্রকাশ: 18/04/2022


Thumbnail

বাংলাদেশ ক্রিকেটে এখন একটি বড় শক্তির জায়গা হলো পেস বোলিং। বলা হয়ে থাকে বাংলাদেশের যে কয়েকজন পেস বোলার বর্তমান সময়ে খেলছেন তাদের সবারই বিশ্বমানের বোলিং এ্যাকশন রয়েছে। বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদেরও পরাস্ত করতে সক্ষম এসব বোলাররা। এসব বোলারদের মধ্যে যাদের নাম না বললেই না, তাদের মধ্যে রয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, খালেদ, এবাদতের মতো বোলাররা। এক সময় মাশরাফী বিন মোর্ত্তজা ছিলেন বাংলাদেশে সেরা পেস বোলার। এখন সেখানে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদকে জায়গা দেওয়া হয়। এদের মধ্যে মুস্তাফিজুর রহমান টেস্টে খেলেন না। বাকি সবাই টেস্ট খেলেন। এখন প্রশ্ন আসতে পারে পেস বোলারদের নিয়ে এতো কথা কেনো হচ্ছে?

আসলে সামনের মে মাসে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ। এর এটি হবে ঘরের মাটিতে অর্থাৎ বাংলাদেশে। আর এই সিরিজের জন্য বাংলাদেশ দলের সমনে রয়েছে একটি দুঃসংবাদ। আর সেটি হলো তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের মাঠে ফেরার অপেক্ষা আরো দীর্ঘ হচ্ছে। দুই পেসার এখনও চোট থেকে সেরে উঠেননি। বরং পুরোপুরি সেরে উঠতে তাসকিনকে পাঠানো হবে ইংল্যান্ডে, শরিফুলের লাগবে অস্ত্রোপচার। এজন্য শ্রীলঙ্কা সিরিজে তাদের দুজনকে পাওয়া যাচ্ছে না। এই সংবাদটিই এখন ঘুরে ফিরে সামনে আসছে। মূলত গোড়ালির সমস্যায় রয়েছেন শরিফুল ইসলাম এবং তাসকিন ভুগছেন কাঁধের চোট।

চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসেন পেসার তাসকিন ও শরিফুল। তাসকিন ডারবানে প্রথম টেস্ট খেললেও শরিফুল শুধু ওয়ানডে সিরিজে ছিলেন। মূলত, ডারবানে প্রথম টেস্টে চোটের কারণে শতভাগ দিয়ে বোলিং করতে পারেননি ডানহাতি পেসার। তাদের চোটের বিষয়ে বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘তাসকিন ও শরিফুলকে পাওয়া যাবে কি না এ নিয়ে সন্দেহ আছে। কারণ তাসকিনের একটা কাঁধের ইস্যু আছে। আমরা শিগগিরই তাকে বাইরে পাঠাতে পারি। মানে যত তাড়াতাড়ি সম্ভব।’ 

তিনি আরও বলেন, ‘আমরা এটাকে (তাসকিনের চোট) প্রপারলি এড্রেস করছি। ইতোমধ্যে সে কনভেনশনাল ট্রিটমেন্টে আছে। কিন্তু এটায় যদি বেশি সময় লাগে, সেজন্য বিকল্প কোনো চিকিৎসা যদি থাকে, আমরা ইংল্যান্ডের কথা বলছি। যদি প্রয়োজন হয় তাকে আমরা বাইরে পাঠিয়ে দিব। শ্রীলঙ্কা সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা নেই।’

গোড়ালির সমস্যায় থাকা শরিফুল তার চোট থেকে সেরে উঠেছেন। তিনি ভুগছেন অন্য একটি শারীরিক সমস্যায়। সেজন্য প্রয়োজন অস্ত্রোপচারের। তাকে দ্বিতীয় টেস্টে পাওয়ার ক্ষীণ আশা আছে বললেন জালাল ইউনুস, ‘শরিফুলের অস্ত্রোপচার লাগবে। এজন্য তাকে পাওয়া যাচ্ছে না। তবে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যেতেও পারে।’

এ বিষয়ে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, চোট নিয়ে কো কোনো ক্রিকেটারকে খেলানো যাবে না। আর সেটা যদি হয় পেস বোলার তাহলে তো কথাই নেই। আর তাসকিন ও শরিফুল দুইজনই বাংলাদেশ দলের জন্য বড় সম্পদ। তাদের জন্য বিসিবি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে তাদের দলে না থাকা বাংলাদেশকে একটু বাড়তি চাপে ফেলবে। বিশেষ করে তাসকিন এবং শরিফুলের সুইংকে খুব মিস করবে দল। তাদের এই সুইংই প্রতিপক্ষের ব্যাটারদের কাবু করার মন্ত্র। যেহেতু খেলা হচ্ছে বাংলাদেশে সেক্ষেত্রে স্পিন নির্ভর উইকেট হবে বলেই মনে হচ্ছে। ফলে তাসকিন ও শরিফুল কিছুটা কম মনে হতে পারে। তারপরও তাদের দলে না পাওয়া দলের জন্য একটি বড় ধাক্কাই বটে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭