ওয়ার্ল্ড ইনসাইড

শাহবাজ শরীফের মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত


প্রকাশ: 19/04/2022


Thumbnail

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাকিস্তানে শপথ গ্রহণ অনুষ্ঠিত হলো সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নতুন মন্ত্রীসভার। প্রেসিডেন্ট আরিফ আলভির অনুপস্থিতিতে পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারনি শাহবাজের মন্ত্রীসভাকে শপথ পড়িয়েছেন। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পবিত্র কোরআন তেলায়তের মাধ্যমে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠানটি। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়, আগের ৩৪ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেবার কথা থাকলেও সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ৩১ জনের মন্ত্রীসভা সিনেট চেয়ারম্যানের কাছে শপথ নিয়েছে।  


চিত্র: আখতার মোঙ্গল এবং খালিদ মাগসির প্রতিনিধিদের সাথে ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের একটি বৈঠক।

রাষ্ট্রপতির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, পিএমএল-এন-এর খাজা মুহাম্মদ আসিফ, আহসান ইকবাল, রানা সানাউল্লাহ, সরদার আয়াজ সাদিক, রানা তানভীর হুসেন, খুররম দস্তগীর খান, মরিয়ম আওরঙ্গজেব, খাজা সাদ রফিক, মিফতাহ ইসমাইল, জাভেদ লতিফ, রিয়াজ হোসেন পীরজাদা, জাভেদ। আব্বাসী এবং আজম নাজির তারার ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

পিপিপি থেকে সৈয়দ খুরশিদ শাহ, সৈয়দ নাভিদ কামার, শেরি রেহমান, আবদুল কাদির প্যাটেল, শাজিয়া মারি, সৈয়দ মুর্তজা মাহমুদ, সাজিদ হোসেন তুরি, এহসান উর রহমান মাজারি এবং আবিদ হুসেন ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানটি সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপতি আরিফ আলভি আইন প্রণেতাদের শপথ পড়াতে অস্বীকার করলে সরকার বাধ্য হয়ে মঙ্গলবার ১১টা পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়।


চিত্র: মন্ত্রীসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারনি (ডানে)  

বিভিন্ন সূত্রের মতে, রাষ্ট্রপতি আলভির মঙ্গলবার ছুটিতে যাওয়া কথা রয়েছে। রাষ্ট্রপতির অবর্তমানে সাদিক সানজারনি তার দায়িত্ব পালন করেন এবং মন্ত্রীসভার সদস্যদের শপথ পড়ান। 

এর আগে রাষ্ট্রপতি আরিফ আলভি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও শপথ গ্রহণ করানোর সময় নিজের শারীরিক অসুস্থতার কথা বলে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নেন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭