ইনসাইড সাইন্স

নাসার তোলা ছবিতে তোলপাড়, মঙ্গলগ্রহে এলিয়েনের পায়ের ছাপ!


প্রকাশ: 19/04/2022


Thumbnail

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) সম্প্রতি মঙ্গলগ্রহের একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে বিশাল একটি গর্তে পায়ের ছাপ।

সংস্থাটির নিজস্ব ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ছবিটি নিয়ে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে, বিস্ময় প্রকাশ করেছেন অনেকে।

নাসা ছবির ক্যাপশনে লিখেছে, মঙ্গলের মাটিতে গর্তটি দেখা যাচ্ছে। ছবিটি তোলা হয়েছে হাই-রেজোলিউশন ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট (এইচআইআরআইএসই) পদ্ধতিতে। যার মাধ্যমে মঙ্গলগ্রহে বিশালকাল গর্ত খুঁজে পাওয়া যায়।

নেটদুনিয়ায় ছবিটি ছড়িয়ে পড়ার পর বহু জ্যোতির্বিজ্ঞানীও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের অনেকে বলছেন, মনে হচ্ছে মঙ্গলগ্রহে এটা কোনও এলিয়েনের পায়ের ছাপ।

মঙ্গলে আদি প্রাণের অস্তিত্ব খুঁজতে মার্কিন মহাকাশযান পারসিভিয়ারেন্স ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি লাল গ্রহ মঙ্গলে অবতরণ করে। তারপর থেকেই মহাকাশযানটি মঙ্গলগ্রহের ছবি তুলে পাঠাচ্ছে পৃথিবীতে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭