ইনসাইড বাংলাদেশ

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ


প্রকাশ: 20/04/2022


Thumbnail

ভোর থেকেই রাজধানীর আকাশ কালো হয়ে মেঘে আছন্ন হয়ে যায়। হঠাৎ করেই শুরু হয় ধমকা হাওয়ার সাথে ঝড়, হয়েছে শিলা বৃষ্টিও। এই ঝড়ো বাতাসের কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বুধবার ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ভোর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর হঠাৎ করেই ঝড় শুরু হলে নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্র থেকে জানা যায়, বুধবার (২০ এপ্রিল) ভোর থেকে আকাশ কালো হয়ে আসে। এর পর বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে সব নৌযান বুধবার সকাল পৌনে ৭টা থেকে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু করবে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭