টেক ইনসাইড

এক দশকের মধ্যে প্রথম সাবস্ক্রাইবার কমলো নেটফ্লিক্সের


প্রকাশ: 20/04/2022


Thumbnail

এক দশকের মধ্যে প্রথমবারের মতো সাবস্ক্রাইবার কমার কথা জানিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ইউক্রেন যুদ্ধের কারণে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। 

ইউক্রেনে চালানো রাশিয়ান বিশেষ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় রাশিয়াকে পাশ্চাত্যের বাণিজ্যিক বয়কটে যুক্তরাষ্ট্রের কোম্পানি নেটফ্লিক্সও সামিল হয়েছে। আর তাদের এই সিদ্ধান্তের কারণেই সাত লাখ নতুন অ্যাকাউন্ট হারিয়েছে বলে জানিয়েছে নেটফ্লিক্স।

বুধবার(২০ এপ্রিল) এই খবর জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন। 
 
শুধু সাবস্ক্রাইবার হারানোতেই সীমাবদ্ধ নয়, নেটফ্লিক্সের বিরুদ্ধে এখন রাশিয়ান সাবেক সেবাগ্রহীতারা মামলা ঠুকে দিয়েছেন। মামলায় নেটফ্লিক্সের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, রাশিয়ায় নেটফ্লিক্সের সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত সাবস্ক্রাইবার অধিকারের লঙ্ঘন। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭