কোর্ট ইনসাইড

হাইকোর্টের একটি বেঞ্চ একদিনে ১৪৯৮ টি মামলা নিষ্পত্তি করে রেকর্ড গড়লেন


প্রকাশ: 20/04/2022


Thumbnail

২০১৬ সাল থেকে ২০১৯ পর্যন্ত জামিন সংক্রান্ত ১৪৯৮ টি মামলা একদিনে নিষ্পত্তি করে রেকর্ড গড়লেন হাইকোর্টের একটি বেঞ্চ।

বুধবার (২০ এপ্রিল) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে- এই মামলাগুলোতে আসামিরা জামিন নেয়ার পর আর শুনানির উদ্যোগ হয়নি। এমনকি আইনজীবীরাও শুনানির পদক্ষেপ নেননি। ফাইলগুলো পড়েছিলো আদালতের সংশ্লিষ্ট শাখায়। প্রধান বিচারপতির নির্দেশে ফাইল খুঁজে বের করে নিষ্পত্তির দায়িত্ব দেয়া হয় বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চকে।

আইনজীবীরা বলছেন- দেশের উচ্চ আদালতে এরকম অসংখ্যা মামলা রয়েছে। যে মামলাগুলো বছরের পর বছর পড়েছে। কোন পক্ষই শুনানির উদ্যোগ নেননা। এসব মামলার আধিক্য বাড়াচ্ছে মামলার বোঝা।

মামলা জট কমাতে এমন উদ্যোগ যুগান্তকারী বলছেন আইনজীবীরা।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭