ওয়ার্ল্ড ইনসাইড

নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া


প্রকাশ: 21/04/2022


Thumbnail

ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সাথে উত্তেজনার মাঝেই ‘সারমাট’ নামের নতুন অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল রাশিয়া।

বুধবার (২০ এপ্রিল) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এ খবর দিয়েছেন।

ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ নিয়ে দেশটির সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেছেন, “পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই অস্ত্র ক্রেমলিনের শত্রুদের হামলা উচ্চরণের আগে ‘দু’বার ভাবতে বাধ্য করবে। কারণ পৃথিবীর যেকোনও প্রান্তের যেকোনও বিন্দু এখন এর পাল্লার মধ্যেই।”

রাশিয়ার আগামী প্রজন্মের ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে পুতিনের ভাষায় ‘অজেয়’ কিঞ্জল এবং আভানগার্ড হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তাতে এবার যুক্ত হল সারমাটও।

গত মাসে মস্কো জানিয়েছিল, তারা ইউক্রেনে নির্দিষ্ট লক্ষ্যে প্রথমবার কিঞ্জল ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেছে।

বুধবার পুতিন একটি টেলিভিশন ভাষণে বলেন, “আমি সারমাট অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষপণে আপনাদের অভিনন্দন জানাই।”

পাশাপাশি তিনি বলেন, “এর ফলে আমাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধ ক্ষমতা আরও পোক্ত হবে। যা বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে আমাদের আরও মনোবল জোগাবে। আক্রমণাত্মক ভাষণ দিয়ে আমাদের দেশের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা যারা করছেন, সাবধান। রাশিয়াকে আক্রমণ করার আগে এর পর থেকে নিশ্চয়ই আপনাদের দু’বার ভেবে দেখতে হবে।”

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারমাটের সফল উৎক্ষেপণটি সম্পন্ন হয়েছে উত্তর রাশিয়ার প্লেসেটস্ক কসমোড্রোমে। তাদের দাবি, সারমাট যেকোনও লক্ষ্যে নির্ভুল নিশানায় আঘাত হানতে অব্যর্থ। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭