ওয়ার্ল্ড ইনসাইড

‘ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ইউক্রেনকে সহায়তায় মার্কিন দৃষ্টিভঙ্গি বদলাবে না’


প্রকাশ: 21/04/2022


Thumbnail

ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সাথে চরম উত্তেজনার মাঝে রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার চালানোর ঘটনায় নিজেদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সাথে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে ইউক্রেনকে সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিতে কোনও পরিবর্তন আসবে না বলেও জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস। 

বুধবার (২০ এপ্রিল) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সারমাট’ নামে এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানান। 

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জানান, খুব অল্প সময়ের মধ্যে ইউক্রেনকে আরও নিরাপত্তা সরঞ্জাম সহায়তা পাঠানো হবে বলেও জানান।

তিনি বলেন, “আমেরিকা ইউক্রেনকে সামরিক ও নিরাপত্তা উভয় ধরনের সরঞ্জাম পাঠাবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিতীয় দফায় বড় ধরনের সহায়তা প্যাকেজ ঘোষণা করবেন। আপনারা তা খুব শিগগিরই শুনতে পাবেন।” 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭