ওয়ার্ল্ড ইনসাইড

‘লুহানস্কের ৮০ শতাংশ রুশ বাহিনীর দখলে’


প্রকাশ: 21/04/2022


Thumbnail

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চল লুহানস্কের ৮০ শতাংশ এখন রুশ বাহিনীর দখলে বলে জানিয়েছেন অঞ্চলটির স্থানীয় মেয়র সেরহি হাইদাই। 

এর আগে রুশ বাহিনী ক্রিমিন্না শহর দখলে নেওয়ার পর মেয়র হাইদাই বলেছিলেন, রাশিয়ানরা এখন রুবিঝনে এবং পোপাসনা নগরীকে হুমকি দিচ্ছে। সে সময় তিনি সেখানকার সকল বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানান। 

তিনি বলেন, রাশিয়ান সেনারা এই সপ্তাহে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে নতুন করে আক্রমণ শুরু করেছে। লুহানস্ক অঞ্চলেও তারা হামলা ব্যাপকভাবে জোরদার করেছে।

উল্লেখ্য, লুহানস্ক হচ্ছে ডোনবাসের একটি অঞ্চল। ডোনেটস্ক ও লুহানস্ককে একত্রে ডোনবাস বলা হয়। গত ২১ ফেব্রুয়ারি এই দুই অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর এই অঞ্চলকে নিরস্ত্রীকরণ করতে ও শান্তি প্রতিষ্ঠায় ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭