ওয়ার্ল্ড ইনসাইড

শিশু ধর্ষণকারীদের রাসায়নিক খোজাকরণের পরিকল্পনা পেরুতে


প্রকাশ: 22/04/2022


Thumbnail

পেরুতে তিন বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে উঠা তীব্র ক্ষোভের পরিপ্রেক্ষিতে শিশু ধর্ষণকারীদের রাসায়নিক খোজাকরণের আইন প্রণয়নের পরিকল্পনা নিলো দেশটি। 

বুধবার (২০ এপ্রিল) দেশটির মন্ত্রীসভার একাধিক সদস্য সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

পেরুর সরকার দ্রুতই প্রস্তাবিত বিলটি কংগ্রেসে পেশ করবে। এ নিয়ে পেরু সরকারের পরিকল্পনা সম্পর্কে ফেলিক্স চেরো বলেন, শিশু ধর্ষণকারীরা সাজা হিসেবে কারাদণ্ড ভোগ করবে। কারাদণ্ডের সাজাভোগ শেষে ধর্ষণকারীদের রাসায়নিকভাবে খোজা করে দেওয়া হবে। 

দেশটির সামাজিক রক্ষণশীল প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো শিশু ধর্ষণকারীদের রাসায়নিক খোজাকরণের বিলটি সমর্থন করছেন। তিনি বলেছেন, যারা শিশুদের ধর্ষণ করেন, তাদের দৃষ্টান্তমূলক কায়দায় শাস্তি দেওয়া দরকার। আমরা আশা করি, কংগ্রেসে বিলটি সমর্থন পাবে।

উল্লেখ্য, সম্প্রতি পেরুতে তিন বছর বয়সী এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়। ধর্ষণের অভিযোগে চলতি মাসের শুরুর দিকে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার করতে হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭