ইনসাইড গ্রাউন্ড

পুরোনো সেই ফর্মেই কি ফিরে যাচ্ছে বার্সেলোনা?


প্রকাশ: 25/04/2022


Thumbnail

বার্সেলোনার তৎকালীন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে দলটিকে রীতিমতো ছন্নছাড়াই লাগছিল। একে লিওনেল মেসির অভাব, তারপর কোচের ওই পরিস্থিতিতে দলটা চ্যাম্পিয়ন্স লিগ থেকে চলে গিয়েছিল ইউরোপা লিগে। আর লা লিগায় নেমে গিয়েছিল একেবারে ৯ম স্থানে। রোনাল্ড কোম্যানের চলে যাওয়ার পর জাভি হার্নান্দেজ বার্সার দায়িত্ব কাঁধে তুলে নেন। জাভি হার্নান্দেজের জাদুতে বেশ কয়েকটি দারুণ জয়ও পেয়েছিল তারা। দেখছিল ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। তার হাত ধরেই দলটি উঠে আসে লা লিগার দ্বিতীয় স্থানে। কিন্তু আবার ভেঙে পড়েছে দলটি। ক্যাম্প ন্যুতে টানা তৃতীয় ম্যাচ হেরেছে তারা। আর এই হারের ফলে লিগ জয়ের দৌড়ে কাছাকাছি পৌঁছে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ফলে এখন আবার প্রশ্ন উঠতে শুরু করেছে পুরোনো সেই ফর্মেই কি ফিরে গেল বার্সেলোনা?

বার্সেলোনার এ হারে ৩৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সা। অপরদিকে, শিরোপা থেকে দূরে থাকা ৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৮।  শিরোপা জিততে আর ১ পয়েন্ট দরকার রিয়াল মাদ্রিদের। এদিকে, ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-২ ও লিগে কাদিসের বিপক্ষে ১-০ ব্যবধানে হারার পর ঘরের মাঠে টানা তৃতীয় ম্যাচ হারলো বার্সেলোনা। ইতিহাসে মাত্র দ্বিতীয়বার ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারল স্প্যানিশ পরাশক্তিরা। এর আগে ১৯৯৮ সালে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তারা। তবে এক মৌসুমে ঘরের মাঠে টানা তিন ম্যাচে হার এবারই প্রথম। ঘরের মাঠটা যে 'পর' করে দিচ্ছে স্প্যানিশ পরাশক্তিদের এ পরিস্থিতিতে এটা বলাই বাহুল্য। 

এই ম্যাচের আগে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে পড়ে থাকা ভায়েকানোর জয়ের মাহাত্ম্য বোঝাতে কয়েকটি পরিসংখ্যানই যথেষ্ট। এবার নিজেদের মাঠে লিগের প্রথম দেখায় বার্সেলোনাকে হারিয়েছিল দ্বিতীয় স্তর থেকে উঠে আসা ভায়েকানো। অক্টোবরের সেই ম্যাচেও জয় ১–০ গোলে। এর আগে কখনোই এক মৌসুমে বার্সাকে দুবার হারাতে পারেনি ভায়েকানো। নিজেদের ইতিহাসে মাত্র চতুর্থবার প্রথম বিভাগে উঠে আসা দলের কাছে দুবার হারল বার্সা। রোববারের  আগে সর্বশেষ এমন উদাহরণ খুঁজতে ফিরে যেতে হয় ১৯৯৭–৯৮ মৌসুমে। সেই মৌসুমে সালামানকা এমন লজ্জা উপহার দিয়েছিল বার্সাকে। এই হারে বার্সার চির প্রতিদ্বন্দ্বী রিয়ালের লা লিগা জয় এখন শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়াল। দুই দলের পয়েন্ট-পার্থক্য এখন ১৫।

ফুটবল বিশ্লেষকরা বলছেন, ঘরের মাঠে বার্সার এমন হতশ্রী পারফরমেন্স যে সেখানকার মানুষ অনেকদিন দেখেনি এটা বোঝাই যায়। কারণ দর্শকদের চেহারায় যে হতাশা সেটাই তার প্রমাণ। ইউরোপা লিগেও ঘরের মাঠে হেরে ছিটকে পড়া এবং রোববার দ্বিতীয় স্তর থেকে উঠে আসা ভায়েকানোর কাছে হার বার্সেলোনাকে বাজে পরিস্থিতির মধ্যে ফেলেছে। বিশেষ করে জাভি হার্নান্দেজ বার্সার দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পর এভাবে বার্সার অধঃপতন মেনে নিতে পারছে না ক্লাবটির সমর্থকরা। এই ক্ষেত্রে তাদের অভিমত পুরোনো সেই ফর্মেই যেন ফিরে গেল বার্সেলোনা! এই অবস্থা থেকে দ্রুত বার্সাকে ফিরে আসতে হবে বলেও তারা মনে করেন। তবে সমর্থকরা যে জাভি হার্নান্দেজের ওপর খুব একটা সন্তুষ্ট নয়, সেটা বোঝা যাচ্ছে বার্সেলোনার সম্প্রতিক ফর্ম থেকে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭