ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেন যুদ্ধ: এরদোগানের সাথে গুতেরেসের রুদ্ধদ্বার বৈঠক


প্রকাশ: 26/04/2022


Thumbnail

ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান বন্ধ এবং শান্তি আলোচনা নিয়ে বৈঠক করতে দেশ দুটিতে আজ থেকে সফরে শুরু করতে যাচ্ছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে সফরে যাওয়ার আগে তিনি ইউক্রেন যুদ্ধে শান্তি আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। 

সোমবার (২৫ এপ্রিল) এই দুই নেতা ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে নিজেদের মাঝে আলোচনা করেন। 

তুরস্কের সাথে রাশিয়া ও ইউক্রেন; দুই দেশেরই সীমান্ত আছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন সংকট শুরুর পর দুই দেশই তুরস্ককে পাশে টানার চেষ্টা করেছে। আর নিরপেক্ষ অবস্থানে থেকে দুই দেশের সঙ্গেই সুসম্পর্ক অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে তুরস্ক। সংঘাত বন্ধে তুরস্ক দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

গত ১৮ এপ্রিল জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিতস বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংকট সমাধানে তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এরদোগানের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার মস্কোর উদ্দেশ্যে রওনা হবেন গুতেরেস। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার গুতেরেস রওনা হবেন কিয়েভের পথে। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসবেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭