ইনসাইড বাংলাদেশ

একটি দুষ্টচক্র বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে বেশি কথাবার্তা বলছে: পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশ: 27/04/2022


Thumbnail

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, একটি দুষ্টচক্র বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে বেশি কথাবার্তা বলছে। তাদের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে খেপিয়ে তোলা।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে দুস্থদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

চীন থেকে নেয়া বাংলাদেশের ঋণ খুবই কম জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা চলে না। এদেশের সক্ষমতা বেশি এবং লাভ ছাড়া ঋণ গ্রহণ করা হয় না। তবুও তা নিয়ে বেশি কথাবার্তা হচ্ছে।

তিনি জানান, আগামীকাল একাধিক সুখবর নিয়ে সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখও চূড়ান্ত হতে পারে এ সফরে।

এ সময় র‍্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতসহ বন্ধু রাষ্ট্রগুলোর সহযোগিতা চাওয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭