ইনসাইড হেলথ

যুক্তরাষ্ট্রের আরও ৩০ লাখ টিকা অনুদান


প্রকাশ: 29/04/2022


Thumbnail

বাংলাদেশকে আরও ৩০ লাখ (৩ মিলিয়ন) ফাইজা‌রের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এ তথ্য জানায়।

এ‌তে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ৩ মিলিয়ন ফাইজা‌রের টিকা অনুদান দিয়েছে। এ নিয়ে বাংলাদেশকে মোট ৬৪ মিলিয়ন টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৭৯৭ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৬০৩ জন মানুষ। এছাড়া দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ২৫ লাখ ৪০ হাজার ৬৯০ জন।

এদিকে, দেশে এখন পর্যন্ত ২ লাখ ১৭ হাজার ৩৬০ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭