ওয়ার্ল্ড ইনসাইড

করোনার সংক্রমণ বৃদ্ধিতে মাস্ক পড়ায় বাধ্যবাধকতা জারি ইতালিতে


প্রকাশ: 30/04/2022


Thumbnail

করোনার প্রথম ধাক্কায় ইউরোপের যে দেশটি সবার আগে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছিল সেটি ইতালি। করোনায় ধাক্কা সামাল দিয়ে দেশটি সবকিছু আবার আগের মত স্বাভাবিক হলেও নতুন করে আবারো করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্কের বাধ্যতামূলক ব্যবহারে ফিরে গেছে দেশটি।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা আগামী ১৫ জুন পর্যন্ত ইতালির গণপরিবহন ও কিছু অভ্যন্তরীণ ভেন্যুতে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার কথা জানান। 

স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা বলেছেন, সিনেমা হল, থিয়েটার, অভ্যন্তরীণ অনুষ্ঠানে এবং হাসপাতালে প্রবেশের জন্য এখনও মাস্কের প্রয়োজন হবে। সরকার অবশিষ্ট বিধিনিষেধ প্রত্যাহারে সতর্ক থাকতে চায়।

তিনি বলেছেন, ‘আমরা অন্তত ১৫ জুন পর্যন্ত কিছু বিধিনিষেধ রাখার সিদ্ধান্ত নিয়েছি, আমি বিশ্বাস করি যে সতর্কতার উপাদান হিসেবে এগুলো প্রয়োজনীয়।’


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭