ইনসাইড গ্রাউন্ড

আবারও ধোনির কাঁধেই অধিনায়কত্বের ভার!


প্রকাশ: 01/05/2022


Thumbnail

মহেন্দ্র সিং ধোনি। বয়সটা তার ৪০ এর কিছু বেশি। কয়েক বছর আগেই জাতীয় দলের সব ফরম্যাটের খেলা থেকে নিয়েছেন অবসর। জাতীয় দল থেকে অবসর নিলেও খেলা চালিয়ে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তার নেতৃত্বে এখন পর্যন্ত আইপিএল এর দল চেন্নাই সুপার কিংস শিরোপা জিতেছে ৪ বার। যদিও এতো কৃতিত্বের পরও ২০২২ এর আইপিএলে চেন্নাই সুপার কিংস এর অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ধোনি। এবার তিনি খেলছিলেন সাধারণ একজন উইকেট কিপার ব্যাটার হিসেবে। সে হিসেবে তিনি ভালোও করছিলেন। 'বুড়ো' হাড়ের ভেলকি দেখিয়ে চেন্নাই সুপার কিংসকে অবিশ্বাস্য জয়ও এনে দিয়েছেন। কিন্তু তার এই সুখ সইলো না। নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজার ধারাবাহিক বাজে অধিনায়কত্বের ফলে মাঝ পথে তাকে সরিয়ে দিয়েছে দলটির কর্তাব্যক্তিরা। আবার সেই ধোনির কাঁধেই পড়েছে চেন্নাই সুপার কিংসকে সামলানো ভার।

মৌসুমের মাঝপথে আচমকাই নাটকটি ঘটেছে চেন্নাই সুপার কিংসের শিবিরে। ব্যর্থতার দায় নিয়ে নেতৃত্ব ছেড়েছেন রবীন্দ্র জাদেজা। শনিবার চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি পোস্ট করে এ তথ্য জানানো হয়। চলতি আইপিএলে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন ধোনি। অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন জাদেজার হাতে। তিনি নিজে হয়তো আর বেশিদিন খেলবেন না। তাই ভবিষ্যতের নেতা তুলে আনতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে বলা হয় চেন্নাইয়ের পক্ষ থেকে। কিন্তু দায়িত্ব নিয়ে হতাশ করেন জাদেজা। মৌসুম শুরুর থেকে একের পর এক ব্যর্থতার সম্মুখীন হয়েছে চেন্নাই। এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলে মাত্র দু’টিতে জিতেছে তারা। চার পয়েন্ট নিয়ে তালিকায় রয়েছে নবম স্থানে।

চেন্নাইয়ের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, নিজের খেলায় আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য ধোনিকে আবার নেতৃত্বের দায়িত্ব নিতে বলেন জাদেজা। ধোনি সেই দায়িত্ব নিতে রাজি হয়েছেন। ফলে রোববার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ফের টস করতে নামতে দেখা যাবে চার বারের আইপিএল-জয়ী এই অধিনায়ককেই। তবে এর আগে চেন্নাইয়ের বিভিন্ন ম্যাচ চলাকালীন বার বার বোঝা গিয়েছিল অধিনায়ক হিসেবে ধোনির অভাব। মাঠে জাদেজা কার্যত খাতায়-কলমে অধিনায়ক ছিলেন। বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছিলেন ধোনিই। চেন্নাই পর পর ম্যাচে ব্যর্থ হওয়ায় আইপিএলের জনপ্রিয়তাও কমছিল। চেন্নাইয়ের সমর্থকরাও হতাশ হয়ে পড়েছিলেন। তবে অধিনায়ক যে বদল হবে, সেটা কল্পনা করতে পারেননি তারা। ফলে অনেকেই চেন্নাইয়ের সিদ্ধান্তে অবাক।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, আইপিএল হলো টাকার খেলা। সেখানে একটি দলের হারা বা জেতা অনেকটাই ম্যাটার করে। আর চেন্নাই এর মতো একটা দলের জন্য তো অনেক বেশি করে। কারণ দর্শদের তাদের কাছ থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আশার পারদ সব সময় চড়ে থাকে। ফলে জাদেজার যে অধিনায়কত্ব তাতে করে এই দলটিতে একেবারে মাটিতে নামিয়ে এনেছে। ফলে ধোনিকে দায়িত্ব দেওয়াটা একটা সময়ের দাবি ছিল। ধোনি সেটা আবার ফিরে পেয়েছে। এখন দল যে আবার অনেকটাই অত্মবিশ্বাস ফিরে পাবে সেটা বলাই বাহুল্য।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭