ওয়ার্ল্ড ইনসাইড

রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে সুইডেন ও ডেনমার্ক


প্রকাশ: 02/05/2022


Thumbnail

সুইডেন ও ডেনমার্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে দেশ দুটি। রাশিয়ার গোয়েন্দা বিমান আকাশসীমা লঙ্ঘন করেছে, এমন অভিযোগ এনে তাদের তলব করা হয়েছে।

দুই দেশের কর্তৃপক্ষ জানিয়েছে, একটি রাশিয়ার বিমান গত শুক্রবার বিকালে ডেনমার্কের বাল্টিক দ্বীপ ব্রোনহোমে প্রবেশ করে, পরে বিমানটি সুইডেনের আকাশসীমায় ঢোকে।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জেপ কোফোড জানিয়েছেন, রাশিয়ার রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে। তিনি বলেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এদিকে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে। জানানো হয়েছে, রাশিয়ার এএন-৩০ প্রোপেলার বিমানকে পর্যবেক্ষণ করা হয়। এর তথ্যও নথিবদ্ধ করা হয়েছে। 

এর আগেও চারটি রুশ বিমানের বিরুদ্ধে নিজেদের আকাশসীমায় অবৈধভাবে ঢুকে পড়ার অভিযোগ এনেছিল সুইডেন।

সূত্র: আল জাজিরা



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭