ইনসাইড পলিটিক্স

‘মানুষের দুর্ভোগ নিয়ে রসিকতা করছেন ওবায়দুল কাদের’


প্রকাশ: 03/05/2022


Thumbnail

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রসিকতা করছেন। তিনি বলেন, আপনারা যদি ইউটিউব খুলে দেখেন লঞ্চে, বাসে, ট্রেনে বাড়ি ফেরা মানুষের কি দুর্ভোগ। হাজার হাজার মানুষ ট্রেনের ছাদে যাচ্ছে, জীবনের ঝুঁকি নিয়ে। সেগুলোকে নিয়ে আপনারা উপহাস করেন।

মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে নয়াপল্টনের ভাসানী ভবনে ঈদুল ফিতরের দিন দরিদ্রদের মাঝে খাবার বিতরণকালে এ মন্তব্য করেন রুহুল কবির রিজভী। 

রিজভী বলেন, ঘরে ফেরা মানুষের দুর্ভোগ নিয়ে ওবায়দুল কাদের রসিকতা করছেন। তিনি বলেছেন, এবারে কোনো জনদুর্ভোগ নেই, সেই কারণে বিএনপি কষ্ট পাচ্ছে। বিএনপি তো মানুষের কষ্টের সাথে সংহতি জানায়। মানুষ এত দুর্ভোগের মধ্যে বাড়ি ফিরেছে, আজকেও খবর পেয়েছি নীলফামারী, সাতক্ষীরা গাড়ি পৌঁছাতে পারেনি। আর আপনি মানুষকে বিভ্রান্ত করার জন্য ঢাহা মিথ্যাচার করছেন।

ওবায়দুল কাদেরের উদ্দেশে রিজভী বলেন, আপনি কষ্টের কী বুঝবেন? আপনার গাড়ির সামনে, পেছনে তো পুলিশের গাড়ি থাকে। তারা হুইসেল দিয়ে আপনার গাড়ি পার করে দেয়। 

বিএনপির এই নেতা আরও বলেন, এখনও সময় আছে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্দলীয় সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দিন। পৃথিবীর কোনো বোমা জনগণের বিস্ফোরণের সমতুল্য নয়। ওই বিস্ফোরণ ঘটলে আপনারা কেউ রেহাই পাবেন না।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭