কালার ইনসাইড

ঈদের তৃতীয় দিন যা দেখবেন


প্রকাশ: 04/05/2022


Thumbnail

ঈদে দর্শকদের বিনোদন দিতে দেশে টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন ইউটিউব চ্যানেল ও ওটিটি মাধ্যম গুলো আয়োজন নাটক, সিনেমা ও ওয়েবফিল্মের। এবার এক নজরে দেখে নেয়া যাক ঈদের তৃতীয় দিন কোথায় কী কী আয়োজন থাকছে।  

এনটিভি 

সকাল ৮টায় বিশেষ সেলিব্রেটি শো : সঞ্চালক যখন আলোচক। উপস্থাপনায় আলিফ। অংশগ্রহণে ফারাহ শারমিন, তানিয়া হোসেন, সামিয়া ও নওশীন। ৮টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান : চৈতালী হাওয়া। প্রযোজনা হাসান ইউসুফ খান। অংশগ্রহণে প্রীতম, ইচ্ছা, স্মিতা দে, উপমা রুহী, নিপুন, আবুল হাসান তপন, ঈশা, জুয়েল সরকার, শোভিকা হেনা হোসেন, জসিম প্রমুখ। ৯টায় একক নাটক : রুনু ভাই ২। রচনা শিহাব শাহীন ও মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর প্রমুখ। ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি : ফাঁদ। পরিচালনা শাফিউদ্দীন শাফি। অভিনয়ে শাকিব খান, আঁচল, কাজী হায়াৎ, অমিত হাসান, রেবেকা, আরমান প্রমুখ।

দুপুর ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি : রক্ত। পরিচালনায় সুমন। অভিনয়ে পরী মণি, রোশান, অমিত হাসান, আশীষ বিদ্যার্থী প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান : নীল প্রজাপতি। প্রযোজনা কাজী মোহাম্মদ মোস্তফা। অংশগ্রহণে চাঁদনী, ইভান, নাঈম, সুহী, আলিফ, মাটি, সজীব, সাহেদ, সিনথিয়া, শফিক, লোটাস, শামীম, ইচ্ছা, বারিশ প্রমুখ। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক : হোয়াট ইজ লাভ। পর্ব ০৩। রচনা গোলাম রাব্বানী। পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে মোশাররফ করিম, সালাউদ্দীন লাভলু, সারিকা সাবা, মাইমুনা মম, রোবেনা রেজা জুঁই, আহসান হাবিব নাসিম, শহীদুল্লাহ সবুজ প্রমুখ।

রাত ৭টা ৫৫ মিনিটে একক নাটক : আদার হাফ। গল্প মোসাব্বের হোসেন মুয়ীদ। চিত্রনাট্য ও পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে তাহসান খান, বিদ্যা সিনহা সাহা মীম প্রমুখ। ৯টায় বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিজ : কুরুলুস উসমান গাজী। ৯টা ৩০ মিনিটে একক নাটক : পালিয়ে বিয়ে। রচনা গোলাম সারোয়ার অনিক। পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, সারিকা সাবরিন, মনিরা মিঠু, শহীদ্দুন্নবী প্রমুখ। ১১টা ৫ মিনিটে একক নাটক : আমার কেরানি বাবা। রচনা ও পরিচালনা শ্রাবণী ফেরদৌস। অভিনয়ে ফজলুর রহমান বাবু, তাসনিয়া ফারিণ, তামিম মৃধা, অনুশিলা জয়ন্তী প্রমুখ। ১২টায় কিংবদন্তির গান : আলাউদ্দীন আলী। প্রযোজনা কাজী মোহাম্মদ মোস্তফা। উপস্থাপনা লাবণ্য। শিল্পী রাকিবা ইসলাম ঐশী ও অপু আমান।

বাংলা টিভি 

ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে শাকিব খান বুবলি অভিনীত সিনেমা ‘চিটাগাইংগ্যা পোয়া, নোয়াখাইল্ল্যা মাইয়া’, পরিচালনায় উত্তম আকাশ।

বাংলাদেশের জনপ্রিয় সব তারকাদের নিয়ে ঈদ আড্ডা ‘তারার ঈদ’। এটি প্রচারিত হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। তারার আড্ডায় থাকবেন মাহিয়া মাহি, বুবলি, অপু বিশ্বাসসহ জনপ্রিয় তারকারা। অনুষ্ঠানটি প্রচারিত হবে গিগাবাইটের সৌজন্যে।

চ্যানেল টুয়েন্টিফোর

এন্টারটেইনমেন্ট টোয়েন্টিফোরে অতিথি হয়ে তৃতীয়দিন থাকবেন চলচ্চিত্র তারকা মৌসুমী, ডিপজল ও জায়েদ খান। এবারই প্রথম কোন অনুষ্ঠানে একসাথে এসেছেন এই তিন শিল্পী। 

বৈশাখী টিভি 

ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। এফ আই মানিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, শাবনূর, পূর্ণিমা, ডিপজল প্রমুখ। 

ফরিদুল হাসান পরিচালিত নাজিরা মৌ, সজল, জামিল, বড়দা মিঠু অভিনীত নাটক ‘সুন্দরী বাঈদানী’। প্রচারিত হবে  রাত ১১.৩৫মিনিটে। 

গাজী টিভি 

ঈদের ৩য় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে স্বর্ণালী সিনেমা ‘আঞ্জুমান’ (সালমান শাহ-শাবনাজ)। দুপুর ২টা ১৫ মিনিটে ব্লকবাস্টার মুভিজে প্রচার হবে ‘বিজলি’ (ববি)। বিকাল ৫ টা ১০ মিনিটে প্রচার হবে ঈদ স্পেশাল রান্না বিষয়ক অনুষ্ঠান সুগন্ধি চাল নিবেদিত ‘উৎসবের রান্না’(আলাউদ্দিন বাবুর্চির সরিষার তেলের তেহেরী)। সন্ধ্যা ৬ টায় আঞ্চলিক নাটক সুশীল ফেমিলি। সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে বিশেষ রান্না বিষয়ক অনুষ্ঠান পুষ্টি নিবেদিত ঈদের রান্না (শেফ-ফাহমিদা নাজিম) এছাড়াও আইপিএল এর খেলা সরাসরি প্রচারিত হবে জি-টিভিতে। খেলা শেষে প্রচারিত হবে রোমান্টিক নাটক আমি তাহাকে ভালবাসি।

রাত ১ টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ভালবেষে বউ আনবো’। অভিনয়ে রিয়াজ ও শাবনুর।

নাগরিক টিভি 

ঈদের তৃতীয় দিন রাত ৭টা ৪০ মিনিটে নাটক ‘নারী বিশেষজ্ঞ নজিবুল্লাহ’। রচনা মানস পাল। পরিচালনায় ফরিদুল হাসান। অভিনয়ে আখম হাসান, ভাবনা।রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘শান্ত কেন অশান্ত’। রচনা ও পরিচালনা মাঈনুল হাসান খোকন।  রাত ৯টা ২০ মিনিটে নাটক ‘মনের মত বাগান’। পরিচালনায় মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে আফরান নিশো, মেহজাবিন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭