ইনসাইড আর্টিকেল

কার্ল মার্ক্স এর ২০৪ তম জন্মদিনে গভীর শ্রদ্ধা


প্রকাশ: 06/05/2022


Thumbnail

বিশ্ব প্রলেতারিয়াতের মহান নেতা, মহান দার্শনিক, কালোত্তীর্ন মনীষী মহান কার্ল হাইনরিশ মার্ক্স এর ২০৪ তম জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা। 

১৮১৮ সালের ৫ মে ইতিহাসের এই ক্ষণজন্মা মহান দার্শনিক জার্মানীতে জন্মগ্রহন করেন। 

কার্ল মার্ক্স একজন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবিদ , সমাজ বিজ্ঞানী, কবি, সাংবাদিক, সমাজতাত্ত্বিক,  সমালোচক, রাজনৈতিক তাত্ত্বিক, সমাজতান্ত্রিক বিপ্লবী ছিলেন। সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন তিনি। 

তার সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাসমগ্রের মধ্যে রয়েছে তিন খণ্ডে রচিত ডাস কাপিটাল এবং ফ্রিডরিখ এঙ্গেলসের সঙ্গে যৌথভাবে রচিত কমিউনিস্ট ইশতেহার (১৮৪৮)।

ইতিহাসের বস্তুবাদী ব্যাখ্যা এবং উদ্ধৃত্ত তত্ত্বের জন্য তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন। ইতিহাসের মহানায়ক- মহান এই দার্শনিককে গভীরভাবে স্মরণ করছি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭