এডিটর’স মাইন্ড

চিন্তা কী, শেখ হাসিনা আছেন না


প্রকাশ: 07/05/2022


Thumbnail

এবার মানুষের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে। মহাসড়কে চিরচেনা যানজট ছিল না। ঘরমুখো মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে নাকাল হতে হয়নি। রেলে শিডিউল বিপর্যয় ঘটেনি। নৌপথেও মানুষের কষ্টের গল্প গণমাধ্যমে শোনা যায়নি। এত বছর ধরে সরকার মহাসড়ক, রেল ও নৌপরিবহনের জন্য নিবিড় এবং নিরবচ্ছিন্নভাবে কাজ করেছে, তার ফল সম্ভবত এবার ঈদে আমরা পেতে শুরু করলাম। কিন্তু এ স্বস্তির মধ্যে অস্বস্তির ছোট ছোট বুদবুদ। ঈদের দুই দিন আগে (২ মে) কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে চারজন মারা গেলেন। আহত হলেন বেশ কজন। রোজার মধ্যেই (২২ এপ্রিল) কক্সবাজারের টেকনাফে পৌর আওয়ামী লীগের দুই নেতাকে পেটালেন আওয়ামী লীগের আলোচিত-সমালোচিত সাবেক এমপি আবদুর রহমান বদি। সম্প্রতি ঢাকা দক্ষিণে এক থানার নেতা আওয়ামী লীগ কর্মীদের পিটিয়েছেন। জেলায় জেলায়, থানায় থানায়, গ্রামে গ্রামে আওয়ামী লীগে বিভক্তি। এ বিভক্তি এখন আর রাজনৈতিক বিতর্কের পর্যায়ে নেই। ক্রমে সহিংস হয়ে উঠছে। এক পক্ষ আরেক পক্ষের ওপর নিষ্ঠুর, নির্মম হচ্ছে। ইদানীং প্রতিটি বিশেষ দিবসে দেশের কোথাও না কোথাও আওয়ামী লীগ বা তার অঙ্গসহযোগী সংগঠনগুলোর দুই পক্ষের সহিংসতার ঘটনা উৎসবের আমেজকে খানিকটা হলেও ম্লান করে দিচ্ছে। শুধু আওয়ামী লীগ কেন, সরকারের ভিতরও অনাসৃষ্টির ভূত হঠাৎ মাথা চাড়া দিয়ে ওঠে। হঠাৎ কেউ কেউ এমন কান্ড করে বসেন, যার দায় বর্তায় ১৩ বছর বয়সী আওয়ামী লীগের ওপর। এই তো কদিন আগে কলাবাগানের তেঁতুলতলা মাঠ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। সরকারের কিছু ব্যক্তির নজিরবিহীন দাম্ভিকতায় মানুষ যখন ক্ষুব্ধ-বিরক্ত, তখন পরিস্থিতি সামাল দিলেন প্রধানমন্ত্রী। মাঠ রক্ষায় শেখ হাসিনার কণ্ঠস্বর এবং জনগণের কণ্ঠস্বর একাকার হয়ে গেল। আওয়ামী লীগ এবং সরকারকে সম্ভাব্য নাগরিক সমালোচনার হাত থেকে উদ্ধার করলেন। গত এক যুগে শেখ হাসিনা একাই যেন দল এবং সরকারের ত্রাতা। তিনি আছেন বলেই আওয়ামী লীগের ক্ষতগুলো চোখে পড়ে না। তাঁর জন্যই সরকারের ব্যর্থতাগুলো কেটে যায়।

শেখ হাসিনা একাই যেন দাঁড়িয়ে আছেন মানবতা, ন্যায়বিচার, জনকল্যাণের প্রতীক হয়ে। দলে এবং সরকারে অন্যদের সেই উচ্চতায় ওঠার যোগ্যতা ও বিচক্ষণতা নেই। এটা সত্যি। কিন্তু তাঁরা ভালো কাজে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রীকে সহযোগিতা করছেন না। উপরন্তু নিজেরা এমন সব কান্ড ঘটাচ্ছেন যার ফলে দল এবং সরকার বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে প্রতিনিয়ত। আওয়ামী লীগ এবং সরকারের কিছু ব্যক্তির কর্মকান্ড দুষ্ট বালকের মতো। তারা যেন সব অর্জনে কাদা মাখছে। আর শেখ হাসিনা সবকিছু পরিষ্কার করছেন। সার্ফ এক্সেলের বিজ্ঞাপনের মতো সবাই চিন্তাহীন। বলছে ‘চিন্তা কী, শেখ হাসিনা আছেন না’। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে, আওয়ামী লীগ এবং সরকারের ভিতর বেশির ভাগ ব্যক্তিই যেন চিন্তাশূন্য। সামনে কী হবে, এ নিয়েও তাঁদের কোনো ভাবনা নেই। সব চিন্তার ভার তাঁরা শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগের এক মন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সামনে গম-আটার সংকট হতে পারে। এ নিয়ে তাঁর সঙ্গে কথা। জানতে চাইলাম কী ভাবছেন? জবাব দিলেন, ভাই এসব চিন্তার বিষয় না। শেখ হাসিনা সব ম্যানেজ করবেন। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর অবিরত চাপ দিচ্ছে। মানবাধিকার, সুশাসন, গুম, ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন খোলামেলা। র‌্যাবের বর্তমান এবং সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা তারা নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্র এমন কেন হলো? সামনের দিনগুলোয় কি যুক্তরাষ্ট্র আরও চাপ দেবে? আগামী নির্বাচনে কি যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে? যুক্তরাষ্ট্রের চাপ বাংলাদেশ কীভাবে সামলাবে? এ রকম অনেক প্রশ্ন এখন রাজনীতির আড্ডায় উচ্চারিত হয়। আওয়ামী লীগ বা সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিজ্ঞেস করবেন দেখবেন তিনি ভাবনাহীন। চিন্তার লেশমাত্র নেই। কেন? ওই যে শেখ হাসিনা। সেদিন একজন আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা হচ্ছিল। বেশ দাপটের সঙ্গেই বলছিলেন, ‘নেত্রী এসব ম্যাজিক দিয়ে উড়িয়ে দেবেন’। বললাম আপনিও তো আওয়ামী লীগের বড় নেতা। আপনার দায়িত্ব আছে না? তিনি চুপসে গেলেন।

বিএনপি বলেছে ঈদের পর তারা আন্দোলন করবে। নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি আগামী নির্বাচনে যাবে না বলেও ঘোষণা দিয়েছে। আগামী নির্বাচন এবার নানা কারণে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। নির্বাচনের প্রায় দুই বছর বাকি। এর মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। সবারই কথা আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে। আওয়ামী লীগ নেতারাও ব্যক্তিগত আলাপচারিতায় স্বীকার করেন আগামী নির্বাচন কঠিন হবে। ২০১৪ কিংবা ২০১৮-এর মতো হবে না। কিন্তু এ কঠিন ও চ্যালেঞ্জিং নির্বাচন আওয়ামী লীগ কীভাবে পাড়ি দেবে? আওয়ামী লীগের কোনো নেতার কাছেই এর উত্তর নেই। যে কোনো নেতা একান্ত আলাপে বলবেন, এসব আমাদের চিন্তার বিষয় না। নেত্রী সব ম্যানেজ করবেন।

আওয়ামী লীগে কোন্দল বেড়েই চলেছে। বিভিন্ন স্থানে খুনাখুনি হচ্ছে। দলের চেন অব কমান্ড ভেঙে পড়েছে। তৃণমূলের নেতারা কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করছেন। দলের ত্যাগী ও পরীক্ষিতরা কোণঠাসা। হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের দখলে চলে যাচ্ছে দল। কিছু নেতা-কর্মী যেন আওয়ামী লীগের সব অর্জন বিলীন করতে এক আত্মঘাতী খেলায় মেতেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভক্তি তৃণমূল পর্যন্ত ছড়িয়ে গেছে। এসব নিয়ে আওয়ামী লীগের মধ্যে আলোচনা আছে কিন্তু উদ্বেগ-উৎকণ্ঠা নেই। কেন? শেখ হাসিনা আছেন না! আওয়ামী লীগের যে কোনো নেতা বলবেন, শেখ হাসিনা নিমেষেই কোন্দল, অন্তঃকলহ বন্ধ করে দেবেন। এ কথা অনস্বীকার্য, আওয়ামী লীগ সভানেত্রী দলে নিরঙ্কুশ জনপ্রিয়। দলের সব নেতা-কর্মী তাঁকে বিশ্বাস করেন। তাঁর ওপর আস্থা রাখেন। তাঁকে মানেন। কিন্তু তাই বলে কি সবকিছু শেখ হাসিনাকেই সামলাতে হবে? অন্যদের কোনো ভূমিকা থাকবে না, এ কী করে হয়?

এ কথা ঠিক, রাষ্ট্র এবং দলের মৌলিক নীতিনির্ধারণী বিষয়গুলো প্রধানমন্ত্রীকেই দেখতে হয়। তিনি একাধারে সরকার ও দল প্রধান। কিন্তু তিনি যেন নীতিনির্ধারণী এবং স্পর্শকাতর বিষয়গুলোর দিকে গভীর মনোযোগ দিতে পারেন সেজন্য সরকার ও দলের কাউকে কাউকে দায়িত্ব নিতে হবে। তাঁদের ওপর অর্পিত দায়িত্বগুলো পালন করতে হবে। কেউ কোনো দায়িত্ব পালন না করে শুধু শেখ হাসিনার দিকে তাকিয়ে থাকা কোনো শুভলক্ষণ নয়। আওয়ামী লীগের শক্তিশালী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আছে। প্রেসিডিয়াম আছে। আছে সম্পাদকমন্ডলী। কজন দায়িত্ব পালন করেন? একসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মানে ছিল বিরাট ব্যাপার। আওয়ামী লীগ বিরোধী দলে। কিন্তু একজন প্রেসিডিয়াম সদস্য এলাকায় গেলে তিনি মন্ত্রীর চেয়েও বেশি মর্যাদা পেতেন। তার চেয়ে বেশি পেতেন জনগণের ভালোবাসা। এখন প্রেসিডিয়ামের অনেক সদস্য যেন পদটাকে সান্ত্বনা পুরস্কার মনে করেন। আওয়ামী লীগের মতো দলে প্রেসিডিয়াম সদস্য হয়েছেন এতেই খুশিতে আটখানা। তাঁকে যে দায়িত্ব দেওয়া হলো তার মর্যাদা রক্ষার কোনো তাগিদ নেই। নেত্রী যে আস্থা তাঁর ওপর রাখলেন তারও প্রতিদান দিতে তাঁরা অক্ষম।

সরকারেও একই অবস্থা। ২০০৯ ও ২০১৯ সালে শেখ হাসিনা মন্ত্রিসভা গঠনে চমক দেখান। অনেক নতুন আনকোরা দলে এবং দেশে অপরিচিত ব্যক্তিকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে তাঁদের সুযোগ দেন। কিন্তু কজন হলফ করে বলতে পারবেন এ সুযোগ কাজে লাগিয়েছেন। কজন দেশের জন্য, দলের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছেন।

অধিকাংশ মন্ত্রী ছোটখাটো সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকেন। হাওরের বন্যা রক্ষাবাঁধ, ধান কাটার ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত দিতে হয়। বাজারে ভোজ্য তেল উধাও হলে প্রধানমন্ত্রীকে সমাধানের পথ বাতলে দিতে হয়। মাঠে থানা নির্মাণের জনবিরোধী সিদ্ধান্তের সমাধানের পথ বাতলে দিতে হয়। তাহলে মন্ত্রীদের কাজ কী? কাজ অবশ্য আছে। ‘দুষ্টমি’ করে বিতর্ক সৃষ্টি করা। কোনো মন্ত্রী বিদেশ যান আত্মীয়স্বজন জ্ঞাতিগোষ্ঠী চৌদ্দপুরুষ নিয়ে। কোনো মন্ত্রী যেন অদৃশ্য মানব। তিন মেয়াদে মন্ত্রী থাকা এক বিরল সৌভাগ্যবান মন্ত্রীকে বছরে তিনবারও জনসমক্ষে দেখা যায় না। তিনি কী কাজ করেন তা-ও কেউ জানে না। বাংলাদেশে এখন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী একাই সব করবেন। জনগণের জন্য স্বস্তির এক পরিবেশ তৈরি করবেন। আর কয়েকজন অনাসৃষ্টি করবেন। সব অর্জনকে বিতর্কিত করার চেষ্টা করবেন। সাজানো গোছানো পরিপাটি পরিবেশ ল-ভ- করে দেবেন। শেখ হাসিনা কঠোর পরিশ্রমী। মানুষের জন্য তিনি সবকিছু উৎসর্গ করেছেন। সততা এবং নিষ্ঠার সঙ্গে তিনি সব কাজ করেন। সব সময় জনগণের কথা ভাবেন বলেই তাঁর প্রতিটি পদক্ষেপ জনকল্যাণমুখী। কিন্তু তিনি এখন একাকী, নিঃসঙ্গ। তাঁর চিন্তা, সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সহযোগিতার হাত দরকার। এ সহযোগিতা তাঁর ‘ম্যাজিক’কে পূর্ণতা দেয়। ধরা যাক, শেখ হাসিনার ‘আশ্রয়ণ’ প্রকল্প। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিষ্ঠাবান কর্মকর্তাদের একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের কারণে এটি এখন একটি সাফল্যের দৃষ্টান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর চিন্তার বাস্তবায়নে দরকার এ রকম নিবেদিতপ্রাণ টিম। যেমনটি আশ্রয়ণ প্রকল্পে আমরা দেখেছি। টিম ছিল বলেই এবার ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের তিন মন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনা শুনেছেন। সেই নির্দেশনা মাঠে বাস্তবায়ন করেছেন। সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সড়কপথে তদারকি করেছেন। রেলপথমন্ত্রী স্টেশনে ছুটে গেছেন। নৌপরিবহনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনা নিখুঁত বাস্তবায়ন করেছেন। এটাই হলো টিমওয়ার্ক।

এবার ঈদযাত্রার ঘটনাটি সরকারের জন্য একটি বড় শিক্ষা। প্রধানমন্ত্রীর দর্শন সুবিন্যস্তভাবে মাঠে বাস্তবায়ন করলেই যে দেশ ভালো থাকে তা এবার প্রমাণ হয়েছে। সরকারে যেমন টিমওয়ার্ক দরকার তেমনি টিমওয়ার্ক দরকার দলেও। শেখ হাসিনা সংগঠনকে শক্তিশালী করতে, দলের আদর্শ অটুট রাখতে দিনরাত একাকার করছেন। কজন শেখ হাসিনার সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করছেন? আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশনা বাস্তবায়ন করলে যে কী অসাধ্য সাধন করা যায় তা দেখিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ১ হাজার ৪০২টি ইউনিয়ন কমিটি গঠন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আওয়ামী লীগের এই নেতা। দেখা যাচ্ছে, যেখানে শেখ হাসিনার চিন্তা, পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করা হচ্ছে সেখানেই সংগঠন পাল্টে যাচ্ছে। উদ্দীপ্ত এক আওয়ামী লীগ উদ্ভাসিত হচ্ছে। আর যেখানে শুধু তৈলমর্দন ও স্তুতি সেখানে সংগঠন হতচ্ছিরি অবস্থায় হাবুডুবু খাচ্ছে। শুধু মুখে শেখ হাসিনার জয়ধ্বনি দিলে হবে না; কাজে শেখ হাসিনার আদর্শ, নীতি, চিন্তা বাস্তবায়ন করতে হবে। শেখ হাসিনাকে যারা কাছ থেকে চেনেন তারা জানেন, তিনি যুক্তিবাদী একজন মানুষ। যুক্তিপূর্ণ যে কোনো পরামর্শ জনগণের স্বার্থে মানতে তিনি এতটুকু দ্বিধান্বিত হন না। মুন্সীগঞ্জে বিমানবন্দর স্থাপন থেকে সরে আসা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল। নিরাপদ সড়ক আইন প্রণয়ন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করে আইন সংশোধন। ইত্যাদি অনেক কিছুই প্রধানমন্ত্রী করেছেন জনগণের আকাক্সক্ষা বাস্তবায়নের জন্য। যুক্তিপূর্ণ ভিন্নমত তিনি গ্রহণ করেন। এ ব্যাপারে একটি উদাহরণ দিতে চাই।

সম্প্রতি সরকার জেলা পরিষদ আইন সংশোধন করেছে। সংশোধিত আইনে মেয়াদোত্তীর্ণ জেলা প্রশাসনে সরকার কর্তৃক প্রশাসক নিয়োগ করার বিধান রাখা হয়। আইন পাসের পরপরই ২৪ ঘণ্টার মধ্যে বিদায়ী জেলা পরিষদের চেয়ারম্যানদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে বলা হয়। এ নিয়ে মাঠ পর্যায়ে আওয়ামী লীগে হতাশা ও অস্থিরতা তৈরি হয়। জেলা পরিষদগুলোয় প্রশাসক হিসেবে আমলাদের বসানোর গুঞ্জন পল্লবিত হয়। মাঠ পর্যায়ে আমলাতন্ত্রের বিস্তৃতি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার কথাও আলোচিত হতে থাকে। আবার সংশোধিত আইনে যেহেতু ‘প্রশাসক’ হিসেবে গণমান্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে, ফলে এ নিয়ে শুরু হয় নজিরবিহীন দৌড়ঝাঁপ, লবিং। নির্বাচনের আগে সারা দেশে কোন্দলে জর্জরিত আওয়ামী লীগ এক নতুন সংকটের দ্বারপ্রান্তে উপনীত হয়। এ সময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। নতুন প্রশাসক নিয়োগ রাজনৈতিকভাবে ‘বুমেরাং’ হতে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন। এ পরিপ্রেক্ষিতে বিদায়ী চেয়ারম্যানদেরই আপাতত পরামর্শক হিসেবে রাখার প্রস্তাব করেন নানক। প্রধানমন্ত্রী এ পরামর্শ গ্রহণ করেন। জেলা পর্যায়ে অনিবার্য এক কোন্দল ও হানাহানি থেকে রক্ষা পায় সরকার। শেখ হাসিনা এ রকমই। জনস্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন না। কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন না।

শেখ হাসিনার চিন্তা ও সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হবে। এ বাস্তবায়নের দায়িত্ব দলে এবং সরকারে থাকা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের। কিন্তু তাঁর এ সিদ্ধান্ত বাস্তবায়ন না করে যদি তাঁরা স্তুতিতেই আত্মপ্রসাদ লাভ করেন তাহলে তা দেশ ও জনগণের কল্যাণ বয়ে আনবে না। শেখ হাসিনা আছেন না- এ চিন্তা করে মন্ত্রী এবং নেতারা যদি নিজেদের আখের গোছানোয় ব্যস্ত থাকেন তাহলে দলে সংকট বাড়বে। সরকারের অর্জনগুলোও অনাকাক্সিক্ষত কালিতে নোংরা হবে।

লেখক : নির্বাহী পরিচালক, পরিপ্রেক্ষিত।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭