ইনসাইড বাংলাদেশ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কের ৫০ বছর, উদযাপিত হলো নানা অনুষ্ঠান


প্রকাশ: 07/05/2022


Thumbnail

সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে অস্ট্রেলিয়ার পুরাতন ফেডারেল পার্লামেন্ট ভবন, ন্যাশনাল লারিলিওন ভবন ও প্রখ্যাত জন গ্রাটন ভবন বাংলাদেশের জাতীয় পতাকার লাল-সবুজ রঙে রাঙ্গানো হয়। 

এ প্রসঙ্গে উচ্ছসিত প্রবাসী বাংলাদেশিদের সাথে মিলে অনুভূতি প্রকাশ করেন রাষ্ট্রদূত সুফিউর রহমান।

তিনি বলেন, আমাদের সাথে অস্ট্রেলিয়ার কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক এখন সর্বোচ্চ শিখরে অবস্থান করছে এবং সামাজিক ক্ষেত্রেও এই বোঝাপড়া চমৎকার। বিশেষ করে, জাতির পিতার জন্মশত বার্ষিকীতে এই আয়োজন আমাদের দুই ভাতৃপ্রতীম রাষ্ট্রের মধ্যে পারস্পারিক সমঝোতাগুলো আরও শক্তিশালী সম্পর্কের দিকে নিয়ে যাবে।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এই লাল-সবুজে ঢেকে যাওয়া দেখতে বিপুল সংখ্যক প্রবাসীরা আসেন এবং এই আয়োজনটিকে সবার জন্য সম্মানের বলে মন্তব্য করেন।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭