ইনসাইড বাংলাদেশ

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের উপচেপড়া ভির


প্রকাশ: 07/05/2022


Thumbnail

ঈদের ছুটি শেষ হওয়ায় দক্ষিণাঞ্চলের কর্মব্যস্ত মানুষজন রাজধানীতে ফিরতে শুরু করেছে। ফলে শনিবার (৭ মে ) সকাল থেকেই মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে রয়েছে যাত্রীদের প্রচণ্ড চাপ। 

জানা যায়, বাংলাবাজার ফেরিঘাটে লঞ্চ ও স্পিডবোটে ছিল উপচেপড়া ভিড়। প্রতিটি ফেরি শুধু যাত্রী ও মোটরসাইকেল নিয়ে পারাপার হচ্ছে। ঘাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

এ নৌরুটে যাত্রীর চাপ মোকাবিলায় রয়েছে ৮৭টি লঞ্চ ও শতাধিক স্পিডবোট। এ ছাড়া ঈদের সময় মোট ১০টি ফেরি নৌরুটে যানবাহন পারাপার করলেও শুক্রবার সকাল থেকে ৫টি ফেরি চলাচল করছে। এ ছাড়া মাঝিকান্দিতে চলাচল করছে ৫টি ফেরি।

 বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সুত্রে জানা যায়, পরিস্থিতি সামাল দিতে ২৪ ঘণ্টা-ই ফেরি চলাচল করছে। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭