ইনসাইড আর্টিকেল

বিভিন্ন দেশে ভিন্ন ভিন্নভাবে উদযাপিত হয় মা দিবস


প্রকাশ: 08/05/2022


Thumbnail

আজ বিশ্ব মা দিবস। মায়েদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মান জানিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় পালিত হয় এই দিনটি। তবে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে দিবসটি পালন করা হয়। যদিও মাকে শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মান জানানোর কোনো নির্দিষ্ট তারিখের প্রয়োজন পড়ে না, তারপরেও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ। 

পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন তারিখে দিনটি পালন করা হয়। ফেব্রুয়ারির দ্বিতীয় রোববার নরওয়েতে, মার্চের চতুর্থ রোববার আয়ারল্যান্ড, নাইজেরিয়া ও যুক্তরাজ্যে। আর বাংলাদেশে পালন করা হয় মে মাসের দ্বিতীয় রোববার। এছাড়াও যুক্তরাষ্ট্রে মা দিবস একটি বিশেষ দিন। বছরের এই দিনে তারা পরিবার এবং মায়েদের সঙ্গে দেখা করতে আসে এবং মায়ের পছন্দের ফুল উপহার দেয়।

সুইডেনে মে মাসের শেষ রোববার মা দিবস পালিত হয়। মা দিবস উপলক্ষে শিশুরা প্লাস্টিকের ফুল বিক্রি করে। ফুল বিক্রি করে যে টাকা পাওয়া যায়, তা দিয়ে মাকে নিয়ে পার্কে এবং প্রিয় রেস্তোরাঁয় খাবার খেতে যায়। তারা মায়েদের হাতে ফুলও তুলে দেয় শুভেচ্ছাস্বরূপ।

তাইওয়ানে মা দিবসের বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ এ দেশে মা দিবস পালিত হয় গৌতম বুদ্ধের জন্মদিন অনুসারে। এ কারণে দেশটিতে মা দিবস অত্যন্ত পবিত্র  উৎসব হিসেবে পালিত হয়। নানা উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হয়।

জাপানে দিনটি Haha-no-hi নামে পরিচিত। দিনটিতে ছেলে-মেয়েরা খুব ভোরে ঘুম থেকে উঠে ভালোবাসাময় বার্তার মাধ্যমে মাকে শুভেচ্ছা জানায়। প্রত্যেকে মাকে পছন্দের ফুল উপহার দেয়।

যুগোস্লাভিয়ায় মা দিবস উদযাপন করা হয় ডিসেম্বরে। এছাড়া দিবসটি উদযাপনও হয় ভিন্নভাবে। শিশুরা এদিন খুব ভোরে বিছানায় উঠে মাকে বেঁধে ফেলে শক্ত করে। সন্তানকে উপহার না দেওয়া পর্যন্ত এই বাঁধন থেকে মায়ের মুক্তি মেলে না।

জার্মানিতে দিনটি সরকারি ছুটির দিন। মাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার মাধ্যমে বেশ আনন্দে দিনটি পালিত হয়।

ফ্রান্সে মা দিবস পালিত হয় মে মাসের শেষ রোববার। মজার বিষয় হলো দিনটিতে সন্তানেরা মায়েদের জন্য বিভিন্ন গল্প এবং কবিতা লিখে থাকে। এর মাধ্যমে তারা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭