ইনসাইড গ্রাউন্ড

চ্যাম্পিয়ন্স লিগের আশা শেষ রোনালদোদের


প্রকাশ: 08/05/2022


Thumbnail

আগে থেকেই বোঝা যাচ্ছিল, আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলা হবে না ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। শনিবার (০৭ মে) রাতে সেই বিষয়টিই যেনো নিশ্চিত হলো। ব্রাইটন হোভ এন্ড আলবিয়নের মাঠে খেলতে গিয়ে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো-পল পগবারা।

এই পরাজয়ের ফলে ৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা চারে থাকার কোনো সম্ভাবনাই বাকি রইলো না ইউনাইটেডের। কেননা পাঁচে থাকা টটেনহ্যামের ঝুলিতে রয়েছে ৬২ পয়েন্ট। ফলে এখন আগামী মৌসুমে উয়েফা ইউরোপা লিগ কিংবা উয়েফা কনফারেন্স লিগে খেলতে হবে রোনালদোদের।

শনিবার রাতে ব্রাইটনের মাঠে খেলতে গিয়ে গোল করা ছাড়া প্রায় সবই করেছেন রোনালদোরা। পুরো ম্যাচে ১৫টি শট করে ৫টি লক্ষ্য বরাবর রাখেন তারা। কিন্তু একটিতেও মেলেনি গোল। অন্যদিকে ঘরের মাঠে ৬টি শট লক্ষ্য বরাবর করে চারটিতে গোল আদায় করে নিয়েছে ব্রাইটন।

ম্যাচের প্রথমার্ধে ১৯ মিনিটের মাথায় ব্রাইটনকে এগিয়ে দেন ময়সেস সাইসেদো। বাকি তিন গোলই হয় দ্বিতীয়ার্ধে। বিরতি থেকে ফিরে চতুর্থ মিনিটেই গোল করেন মার্ক কুকুরেল্লা। এর ৮ মিনিট পর স্কোরশিটে নাম তোলেন প্যাসকেল গ্রব। সবশেষ ৬০ মিনিটে হালি পূরণ করেন লেয়ান্দ্রো ট্রসার্ড।

এই পরাজয়ের পর ৩৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের হারিয়ে ৩৬ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে ব্রাইটন। পাঁচে থাকা টটেনহ্যামের সংগ্রহ ৩৫ ম্যাচে ৬২ পয়েন্ট। তাদের টপকে যাওয়ার উপায় নেই ইউনাইটেডের।

ম্যাচের পর স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ সেই স্লোগান দলের প্রাপ্য ছিল বলে উল্লেখ করেছেন, ‘আমি নিজেও দায় নিচ্ছি। আমরা আজকে যা করেছি, আমি আজকে যা করেছি তা ইউনাইটেডের জার্সি গায়ে চড়ানোর জন্য যথেষ্ট ছিল না। আমি সেটা মেনে নিচ্ছি।’

ম্যাচের ফল নিয়ে কথা বলতে গিয়ে এক ধরনের অসহায়ত্বের আভাসই পাওয়া গেছে এই পর্তুগিজ মিডফিল্ডারের কণ্ঠে, ‘ম্যাচের ফল তো আর বদলানো যাবে না। এটা একেবারেই যথেষ্ট নয়। তারা (ব্রাইটন) আমাদের কোন সুযোগ দেয়নি। জয়টা তাদেরই প্রাপ্য ছিল।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭