কালার ইনসাইড

মা-কে ঘিরে বলিউডের হৃদয়স্পর্শী যত গান


প্রকাশ: 08/05/2022


Thumbnail

আজ বিশ্ব মা দিবস। মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস’ হিসেবে পালন করা হয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালন করা হয় মা দিবস। বলিউডের একাধিক সিনেমা তৈরি করা হয়েছে মাকে ঘিরে। অনেক ছবিতে মা-কে নিয়ে তৈরি করা হয়েছে গান। এসব গান মানুষের দর্শক-শ্রোতার মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে। তেমনই পাঁচটি গান নিয়ে সাজানো হয়েছে ফিচারটি।

তু কিতনি আচ্ছি হ্যায়: ‘রাজা অউর র‌্যাঙ্ক’ ছবির ‘তু কিতনি আচ্ছি হ্যায়’ গানটি পুরনো কিন্তু এখনও সজীব। টিভি শো হোক বা পার্টি , যখনই মা সম্পর্কিত কোনও বিশেষ সময় আসে, সবার আগে যেন এই গানটার কথাই মনে পড়ে যায়।

মা: ‘তারে জমিন পার’ ছবির ‘মা’ গানটি শ্রোতাদের চোখে জল এনে দেয়। গানটি এতটাই জনপ্রিয় যে বহু রিয়্যালিটি শো, অ্যাওয়ার্ড শোতে অসংখ্যবার ব্যবহৃত হয়েছে।

কোখ কে রথ মে: ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ ছবির এই গানটিও মাতৃত্বের আবেগ খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে গানের কথাগুলি যেন প্রতিবার মন ছুঁয়ে যায়।

লুকা চুপি: ‘রং দে বাসন্তী’ ছবির ‘লুকা চুপি’ গানটি এখনও শ্রোতাপ্রিয়। এআর রহমানের মিউজিক এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি মন ছুঁয়ে যায় বার বার।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭