ইনসাইড ট্রেড

২০ কেজির কাতলা বিক্রি হলো ২৮ হাজারে


প্রকাশ: 08/05/2022


Thumbnail

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ। সেটি ২৮ হাজার টাকায় বিক্রি হয়েছে উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে। 

মৎস্যজীবীরা জানান, রোববার সকাল ৯টার দিকে তাঁরা যমুনা নদী পার হয়ে রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া পদ্মা নদীতে জাল ফেলেন। এ সময় তাঁদের জালে কাতলা মাছটি ধরা পড়ে। পরে তাঁরা দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তদার শাহজাহান শেখের কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ২৬ হাজার টাকায় কাতলা মাছটি বিক্রি করেন।

মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, মাছটি কেনার পর আড়তে রাখলে উৎসুক মানুষ তা দেখতে ভিড় করেন। রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া এলাকার এক ব্যক্তি ঢাকায় ব্যবসা করেন। তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে কেজিতে ১০০ টাকা লাভে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে। মাছটি বেলা দুইটার দিকে মোটরসাইকেলে করে ওই ব্যক্তির গ্রামের বাড়ি বালিয়াকান্দি পাঠিয়ে দেওয়া হয়েছে।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। ভবিষ্যতে নদীতে আরও বড় বড় রুই, কাতলা, বোয়াল, পাঙাশ, চিতলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭