ওয়ার্ল্ড ইনসাইড

ঝটিকা সফরে ইউক্রেনে জিল বাইডেন


প্রকাশ: 09/05/2022


Thumbnail

ঝটিকা এক সংক্ষিপ্ত সফরে ইউক্রেন ভ্রমণ করেছেন মার্কিন ফাস্ট লেডি জিল বাইডেন। মার্কিন ফাস্ট লেডি এই সময় ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার সাথে সাক্ষাৎ করেন। দুই ফার্স্ট লেডি সীমান্তবর্তী এলাকা উঝহোরোদের একটি স্কুলে দেখা করেন।  

রবিবার (০৮ মে) এই সংক্ষিপ্ত সফরে ইউক্রেনে পৌঁছান জিল বাইডেন। 

উঝহোরোদে শহরে ওই স্কুলটি বর্তমানে বাস্তুচ্যুত নাগরিকদের অস্থায়ী আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এবারই প্রথম ইউক্রেনের ফার্স্ট লেডি জনসম্মুখে এলেন। 



জিল বাইডেন জানান, যুক্তরাষ্ট্রের মানুষ ইউক্রেনের সাথে আছে, সেটা জানান দিতেই তিনি এই সফর করেছেন। আর জিলের এই সফরকে সাহসী উদ্যোগ বলেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি। তিনি বলেন, ‘এমন গুরুত্বপূর্ণ দিনে আপনাদের ভালোবাসা ও সমর্থন আমরা অনুভব করি।’

সম্প্রতি রাশিয়ার ও বেলারুশের ২৬শ’ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তিনটি রুশ টেলিভিশন ও রুশ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান গাজপ্রোমের কিছু কর্তাও আছে এই নিষেধাজ্ঞার আওতায়। 


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭