ইনসাইড গ্রাউন্ড

রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়নস লীগের পথে আতলেতিকোকে মাদ্রিদ


প্রকাশ: 09/05/2022


Thumbnail

আগেই লিগ শিরোপা নিশ্চিত হওয়ায় রিয়াল মাদ্রিদের একাদশে এসেছিল বেশ পরিবর্তন। মূল একাদশে বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়ায় মাঠের পারফরম্যান্সেও খানিকটা ভাটা পড়লো। সেই সুযোগ কাজে লাগিয়ে দারুণ জয় তুলে নিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার পথে এগিয়ে গেল আতলেতিকো মাদ্রিদ।

রোববার (০৮ মে) ওয়ান্ডা মেট্রোপলিটনে রাতে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। 

এই জয়ে ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আতলেতিকো। পাঁচে থাকা বেতিসের পয়েন্ট ৫৮। ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল, ৬৯ পয়েন্টে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনা এবং ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় সেভিয়া।

থিবো কোর্তুয়া, লুকা মদরিচ, করিম বেনজিমা, ভিনিসিয়ুসদের মত খেলোয়াড়দের বিশ্রামে রেখে একাদশ সাজায় রিয়াল। তরুণদের পরখ করে দেখার ম্যাচে আতলেতিকোর আক্রমণ সামলাতেই হিমশিম খেলো চ্যাম্পিয়নরা। শুরুর ২০ মিনিটে বেশ কয়েকবার রিয়ালের রক্ষণে ভয় ধরায় সিমিওনের আক্রমণভাগ। কিন্তু পাচ্ছিলনা গোলের দেখা।

অবশেষে ৪০ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। সফল স্পটকিকে আতলেতিকোকে লিড এনে দেন কারাসকো। বক্সের ভেতর কুইয়াকে ফাউল করে ভালেহো। ভিএআর চেকে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দ্বিতীয়ার্ধে মদরিচ-ভিনিসিয়ুসরা মাঠে নেমেও রিয়ালের ভাগ্যে বদল আনতে পারেনি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় লস ব্লাংকোদের।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭